

শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে সর্বাধিক ছয়ের মালিক হলেন 'হিটম্যান' রোহিত শর্মা। বর্তমানে রোহিতের ছয়ের সংখ্যা ৩৫২টি। ১৫ বছর ধরে সর্বাধিক ছয়ের রেকর্ড দখলে রেখেছিলেন আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৭ রানে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। আর এই ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন রোহিত শর্মা। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে ছয়ের নিরিখে পিছনে ফেলার জন্য দরকার ছিল ৩টি ছয়। রোহিত ৩টি ছয়ই মারলেন। পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬০তম হাফসেঞ্চুরিও করলেন।
রোহিত শর্মা ২৭৭ ম্যাচের মধ্যে ২৬৯ ইনিংস খেলে ৩৫২টি ছয় মেরেছেন। আফ্রিদি ৩৯৮ ম্যাচের মধ্যে ৩৬৯ ইনিংস খেলে ৩৫১টি ৬ মেরেছিলেন। ক্রিস গেইল ৩০১ ম্যাচে ২৯৪ ইনিংসে ৩৩১টি ছয় মেরেছিলেন। এছাড়া শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর দখলে রয়েছে ২৭০টি ছয় এবং পঞ্চম স্থানে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে রয়েছে ২২৯টি ছয়। তিনি ৩৫০ ম্যাচের মধ্যে ২৯৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন।
উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ২৫ রানেই ১ উইকেট পড়ে ভারতের। তারপর ভারতকে এগিয়ে নিয়ে যান 'রো-কো' জুটি। এই জুটি ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে। ৫১ বলে ৫৭ রানে ফেরেন রোহিত শর্মা। বিরাট কোহলি ১২০ বলে ১৩৫ রান করেন। রুতুরাজ ফেরেন ৮ রানে। ওয়াশিংটন সুন্দর আউট হন ১৩ রান করে। অধিনায়ক কে এল রাহুল ৫৬ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জাদেজা ২০ বলে ৩২ রান করেন। ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ভারত ৩৪৯ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখান থেকে দলকে ম্যাচে ফেরান ম্যাথু ব্রিৎজকে (৮০ বলে ৭২), টনি ডি জর্জি (৩৫ বলে ৩৯), ব্রেভিস (২৮ বলে ৩৭), মার্কো জানসেন (৩৯ বলে ৭০), করবিন বোশ (৫১ বলে ৬৭)-রা। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩৩২ রান অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। ৪টি উইকেট নেন কুলদীপ যাদব, ৩টি উইকেট পান হর্ষিত রানা, ২টি উইকেট যায় আর্শদীপের খাতায় এবং প্রসিদ্ধ কৃষ্ণা ১টি উইকেট নেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন