

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্ব রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এইডেন মার্করাম। এক ম্যাচে ৯টি ক্যাচ ধরে অজিঙ্কা রাহানের রেকর্ড ভাঙলেন তিনি।
২৪ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। শেষবার ১৯৯৯ সালে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিল প্রোটিয়ারা। ২০২৫ সালে ফের ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে হারতে হল টিম ইন্ডিয়াকে। আর শেষ টেস্ট ম্যাচে ক্যাচ ধরে বিশ্বরেকর্ড করলেন এইডেন মার্করাম। তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি ক্যাচ ধরেছেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক।
এর আগে ভারতের অজিঙ্কা রাহানে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচে ৮টি ক্যাচ ধরেছিলেন। এছাড়া ৭টি ক্যাচ ধরেছেন ৬ ক্রিকেটার। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের যজুরবিন্দ্র সিং, ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার তিলকরত্নে, ১৯৯৭ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ফ্লেমিং, ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন এবং ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কে এল রাহুল ৭টি করে ক্যাচ ধরেছিলেন।
উল্লেখ্য, টেস্টের ইতিহাসে ভারত এই প্রথম এত বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল। ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪২ রানে হারতে হয়েছিল ভারতকে। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের কাছে ৩৪১ রানে হেরেছিল ভারত।
কোচ গম্ভীরের অধীনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নামল ভারত। ভারত ৯ ম্যাচ খেলে ৪ জয়, ৪ হার এবং ১টি ড্র করেছে। পয়েন্ট পার্সেন্টজে ৪৮.১৫%। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৩ জয় এবং ১টি হেরেছে। পয়েন্ট পার্সেন্টেজ ৭৫.০০%।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন