

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লো গম্ভীরের ভারত (India Cricket Team)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে পরাজিত হলেন ঋষভ পন্থরা। এর আগে ভারত এত বেশি রানে কোনো টেস্ট ম্যাচ হারেনি। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪২ রানে হেরেছিল টিম ইন্ডিয়া।
ভারত যে সিরিজ হারবে তা প্রায় নিশ্চিত ছিল। ইডেনে প্রথম টেস্ট হারের পর থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ছিলেন জাদেজারা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০১ রানেই অল আউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসেও অসাধারণ ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান করে ৫৪৮ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে প্রথমেই ২৭ রানে ২ উইকেট হারায় ভারত। পঞ্চম দিনে জয়ের জন্য দরকার ছিল ৫২২ রান। সেই রান করতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। হার্মারের স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। হার্মার কে এল রাহুল, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির উইকেট নেন। ২৩ ওভার বল করে মাত্র ৩৭ রান দিয়েছেন তিনি। কেশব মহারাজ ২টি এবং ১টি করে উইকেট পান মার্কো জানসেন ও সেনুরান মুথুস্বামী।
ভারতীয় ব্যাটারদের মধ্যে ৮৭ বলে ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪৪ বলে ১৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া সাই সুদর্শন ১৩৯ বল খেলে ১৪ রান করেন।
টেস্টের ইতিহাসে ভারত এই প্রথম এত বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল। ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪২ রানে হারতে হয়েছিল ভারতকে। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের কাছে ৩৪১ রানে হেরেছিল ভারত।
কোচ গম্ভীরের অধীনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নামল ভারত। ভারত ৯ ম্যাচ খেলে ৪ জয়, ৪ হার এবং ১টি ড্র করেছে। পয়েন্ট পার্সেন্টজে ৪৮.১৫%। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৩ জয় এবং ১টি হেরেছে। পয়েন্ট পার্সেন্টেজ ৭৫.০০%।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন