সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে বাংলার হয়ে খেলবেন না পেসার মহম্মদ শামি। মূলত বিশ্রামের কারণেই এই সিদ্ধান্ত। আগামী ২৬ নভেম্বর শুরু সৈয়দ মুস্তাক ২০ ওভারের এই টুর্নামেন্ট।
বাংলার প্রথম ম্যাচ বড়োদার বিরুদ্ধে। দেড় বছরের উপর শামি ভারতীয় দলের বাইরে। তাঁর সঙ্গে নির্বাচক প্রধান অজিত আগরকরের কার্যত ঠান্ডা লড়াইও চলছে। বাংলার হয়ে এই মরসুমে রঞ্জি ট্রফি খেলতে এসে শামি তোপের পর তোপ দাগেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের বিরুদ্ধে।
তিনি দাবি করেছিলেন, ফিট থাকা সত্ত্বেও তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচন করা হয়নি। এই খবর চাউর হতেই নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানান, শামি এর আগে ভারতের ইংল্যান্ড সফরে যেতে চাননি, তাই বোর্ডের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে।
এবারের রঞ্জি ট্রফিতে এখনও অবধি শামি মোট ৪টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে ৩টি ম্যাচে তিনি নিয়েছেন ২০টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের টুর্নামেন্ট সামি জায়গা পান কিনা সেদিকে নজর সকলের।
বাংলা টিম ম্যানেজমেন্টের দাবি, মহম্মদ শামির ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। এই মুহূর্তে ওর দলের সুযোগ পাওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ডাক না পেলে শামি রঞ্জিতেই খেলবেন।
এর আগে আগরকর বলেছিলেন, "এটা রঞ্জির প্রথম রাউন্ড চলছে। আমরা আরও কয়েকটি ম্যাচে দেখতে পারব ও ফিট কিনা। যদি ও নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে ভালো বোলিং করে, তাহলে শামির মতো খেলোয়াড়কে কে না চাইবে?'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন