IND vs SA Test: বিশ্রামে শুবমন গিল, দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ!

People's Reporter: কলকাতার ইডেনে প্রথম টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে চোট পান শুবমন গিল। রিটায়ার্ড হার্ট হন তিনি। ফলে ১০ জন ব্যাট করেন।
শুবমন গিল
শুবমন গিলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক শুবমন গিল। ঘাড়ের চোটের কারণে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। গিলের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।

কলকাতার ইডেনে প্রথম টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে চোট পান শুবমন গিল। রিটায়ার্ড হার্ট হন তিনি। ফলে ১০ জন ব্যাট করেন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের বর্তমানে বিশ্রামের প্রয়োজন। সূত্রের খবর, গিলের পরিবর্তে দলে নেওয়া হতে পারে সাই সুদর্শনকে।

চলতি বছরের শুরুতে ভারতের টেস্ট অধিনায়ক করা হয় শুবমন গিলকে। তারপর থেকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত আটটি টেস্টে চারটি সেঞ্চুরি এবং একটি ডবল সেঞ্চুরি করেছেন।

প্রথম টেস্ট হেরে বেশ চাপে রয়েছে ভারত। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ভারত বর্তমানে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৫৪.১৭ শতাংশ।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৩০ রানের লিড ছিল ঋষভ পন্থদের। দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান করেন প্রোটিয়ারা। তবে সাইমন হার্মারের ঘূর্ণিতে ভারতীয় ব্যাটাররা নিজেদের উইকেট হারাতে থাকেন। ৯৩ রানেই শেষ হয় ভারতের ইনিংস। ৩০ রানে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা।

শুবমন গিল
প্রথমবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন দেড় লক্ষ জনসংখ্যার কুরাসাও-র! ৫১ বছর পর দেখা যাবে হাইতিকেও
শুবমন গিল
Mushfiqur Rahim: ১০০তম টেস্টে সেঞ্চুরি মুশফিকুরের! পন্টিং, রুটদের এলিট ক্লাবে বাংলাদেশী ক্রিকেটার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in