

বুধবার প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। আর আজ সেই ম্যাচে সেঞ্চুরি করে আরও নজির গড়লেন তিনি। রিকি পন্টিং, জো রুটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম।
১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি বা তার বেশি রান করার নজির আগেও ছিল। এবার সেই ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১৪ বল খেলে ১০৬ রানে আউট হন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। নিজের ইনিংসে ৫টি ৪ মেরেছেন। স্ট্রাইকরেট ৪৯.৫৩।
এর আগে ১৯৬৮ সালে ম্যাক কাউড্রে ১০৪ রান করেছিলেন নিজের ১০০তম টেস্ট ম্যাচে। ১৯৮৯ সালে জাভেদ মিয়াঁদাদ (১৪৫), ১৯৯০ সালে সিজি গ্রীনীজ (১৪৯), ২০০০ সালে এ জে স্টুয়ার্ট (১০৫), ২০০৫ সালে ইনজামাম-উল-হক (১৮৪), ২০০৬ সালে ১০০তম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং (১২০, ১৪৩*)। ২০১২ সালে জি সি স্মিথ, ২০১৭-তে হাসিম আমলা (১৩৪), ২০২১ সালে জো রুট (২১৮) এবং ২০২২ সালে ডিভিড ওয়ার্নার (২০০) এই নজির গড়েছিলেন।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। ১৯২ বল খেলে ১২৮ রান করেছেন তিনি। বাংলাদেশের ইনিংস শেষ ৪৭৬ রানে। আয়ারল্যান্ডের হয়ে ৬ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন এবং ২টি করে উইকেট নিয়েছেন ম্যাথিউ হামফ্রেস এবং গাভিন হোয়ে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন