

মঙ্গলবার ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। মোট ২০টি দেশ খেলবে এই বিশ্বকাপে। ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে।
আগামী বছর থেকে শুরু হচ্ছে দশম টি-২০ বিশ্বকাপ। আয়োজক ভারত হলেও পাকিস্তানের জন্য কয়েকটি ম্যাচ শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে। মোট ৪টি গ্রুপে ৫টি করে দেশ রয়েছে। গ্রুপ স্টেজের ম্যাচগুলি ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। সুপার ৮-র ম্যাচ হবে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, নিউ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়াম, সিঙ্গলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
প্রথম সেমিফাইনাল ৪ মার্চ কলকাতায় অথবা কলম্বোতে হবে। দ্বিতীয় সেমিফাইনাল আগামী ৫ মার্চ মুম্বইতে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৮ মার্চ, আহমেদাবাদ অথবা কলম্বোতে।
গ্রুপ এ
ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া।
গ্রুপ বি
অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং ওমান।
গ্রুপ সি
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, এবং ইতালি।
গ্রুপ ডি
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী।
ভারত টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করবে আমেরিকার বিরুদ্ধে। ৭ ফেব্রুয়ারি মুম্বইতে হবে ম্যাচটি। এরপর ১২ ফেব্রুয়ারি নিউ দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত এবং ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এখনও পর্যন্ত ভারত (২০০৭ ও ২০২৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬) এবং ইংল্যান্ড (২০১০ এবং ২০২২) দু’বার করে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান (২০০৯), শ্রীলঙ্কা (২০১৪) এবং অস্ট্রেলিয়া (২০২১) একবার করে ট-২০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের কাছে এখন ঘরের মাঠে খেতাব ধরে রাখার লড়াই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন