

আইপিএল ২০২৬-র মিনি নিলাম থেকে নাম প্রত্যাহার করার পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সকল সতীর্থ এবং ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আইপিএল ২০২৫ মরসুমে ৪.২ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস কিনেছিল। কিন্তু চোটের কারণে সেভাবে খেলতে পারেননি তিনি। ২০২৬ সালে মিনি নিলামের আগে পাঞ্জাব রিলিজ করে দেয় ম্যাক্সওয়েলকে।
সমাজমাধ্যমে ম্যাক্সওয়েল লেখেন, "আইপিএলে অনেক অবিস্মরণীয় মরশুমের পর, আমি এই বছর নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় সিদ্ধান্ত এবং এই লিগ আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি"।
তিনি আরও লেখেন, "আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে আমি কিছু বিশ্বমানের সতীর্থদের সাথে খেলতে পেরেছি, অবিশ্বাস্য ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিত্ব করেছি এবং যাদের আবেগ অতুলনীয় তাদের সামনে পারফর্ম করেছি। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ এবং শক্তি চিরকাল আমার সাথে থাকবে"।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এই খেলোয়াড় তাঁর আইপিএল কেরিয়ারে ১৪১টি ম্যাচে ১৫৫-এর বেশি স্ট্রাইক-রেটে ২,৮১৯ রান করেছেন, প্রধানত পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর হয়ে খেলেছেন এবং কিছুদিনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি, তখন দিল্লি ডেয়ারডেভিলস)-এর হয়ে খেলেছেন। এর আগে ফ্যাফ ডুপ্লেসি, মঈন আলি মিনি নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন