

আইপিএল থেকে অবসর নিলেন কেকেআর-র অল রাউন্ডার আন্দ্রে রাসেল। তাঁকে এবার কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ হিসেবে নিয়োগ করা হল।
রাসেল বলেন, "আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের বিভিন্ন লিগে এবং কেকেআরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে আমার দারুণ সময় কেটেছে, অনেক স্মরণীয় মুহূর্ত আছে। ছক্কা হাঁকানো, ম্যাচ জেতানো, এমভিপি হওয়া - সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। এই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হয়েছিল এটাই সঠিক। আমি ধীরে ধীরে হারিয়ে যেতে চাই না, একটি ঐতিহ্য রেখে যেতে চাই। 'তোমার তো অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল' - এমন কথা শুনতে চাই না।"
তিনি আরও বলেন, "যখন সোশ্যাল মিডিয়ায় দেখি অন্য দলের জার্সিতে আমাকে ফটোশপ করা হয়েছে, তখন অদ্ভুত লাগতো। বেগুনি ও সোনালি ছাড়া অন্য কোনো রঙে নিজেকে দেখতে ভালো লাগত না, এই ভাবনাগুলো আমাকে বেশ কিছু বিনিদ্র রজনী উপহার দিয়েছে। পাওয়ার কোচ নামটি শুনেই আমার মনে হয়েছে, এটি আন্দ্রে রাসেলকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। ব্যাটিংয়ে আমার যে শক্তি, বল হাতে মাঠে আমার যে উদ্দীপনা, তা দিয়ে আমি যে কোনও বিভাগেই সাহায্য করতে পারি। করব, লড়ব, জিতব।"
আইপিএলে প্লেয়ার রেজিস্ট্রেশনের শেষ দিনই রাসেল অবসরের ঘোষণা করেন। ২০১৪ ও ২০২৪ সালে কেকেআরের আইপিএল খেতাবজয়ী দলের সদস্য রাসেল ২০১৯ সালে আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন। কেকেআরের জার্সি গায়ে ১৬টি ম্যাচে তিনি ম্যাচের সেরাও হয়েছেন। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস থেকে এসে কেকেআরের হয়ে ১৩৩টি ম্যাচে ২৫৯৩ রান করার পাশাপাশি বল হাতে ১২২টি উইকেট নিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন