AIFF: ইপিএলের আদলে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব! ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির

People's Reporter: চিঠিতে বলা হয়েছে আইএসএল ফেরাতে তারা ব্যর্থ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচে ক্লাবরাই যৌথ উদ্যোগে আইএসএল আয়োজন করবে।
AIFF: ইপিএলের আদলে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব! ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির
ছবি - সংগৃহীত
Published on

ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে হবে ভারতীয় ফুটবল! আইএসএল শুরু করতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যৌথ ভাবে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ছাড়া ১৩টি দলের CEO রা।

চিঠিতে বলা হয়েছে আইএসএল ফেরাতে সরকার এবং ফেডারেশন ব্যর্থ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচে ক্লাবরাই যৌথ উদ্যোগে আইএসএল আয়োজন করবে। আগের বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট-এর পক্ষ থেকে বিনয় চোপড়া। আর সেই প্রস্তাবেই এবার সম্মতি জানাল অন্যান্য ক্লাবগুলি।

ফেডারেশন সভাপতিকে লম্বা চিঠি পাঠানো হয়েছে ক্লাবজোটের পক্ষ থেকে। শুক্রবার সকালে আইএসএলে‌‌ অংশগ্রহণকারী ক্লাবগুলো ভার্চুয়াল মিটিং করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গলের কোনও কর্তা। তারপর কল্যাণ চৌবেকে ইমেল করে বিভিন্ন দাবি রাখা হয়।

জানানো হয়েছে, নতুন টেন্ডার থেকেও যদি উপযুক্ত ইনভেস্টর না পাওয়া যায়, সেক্ষেত্রে ইপিএলের ধাঁচে লিগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আইএসএলের ক্লাবগুলো মিলেই একটি কনসোর্টিয়াম গড়ে লিগের মালিকানা এবং পরিচালনার দায়িত্ব নেবে। তাঁদের সঙ্গে থাকবে এআইএফএফ এবং অন্যান্য স্পনসররা। ভারতীয় ফুটবলকে বাঁচাতে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো। আইএসএল সহ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বর্তমানে সুপ্রিম কোর্টের হাতে। ৮ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং এআইএফএফ-কে তাঁদের পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাতে হবে।

AIFF: ইপিএলের আদলে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব! ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির
'সর্বকালের সেরা ওডিআই ব্যাটার' - বিরাট-রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে ভবিষ্যদ্বাণী তারকা পেসারের
AIFF: ইপিএলের আদলে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব! ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির
IND vs SA ODI: একদিনের ক্রিকেটে সর্বাধিক ছয়! আফ্রিদির ১৫ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে 'হিটম্যান' রোহিত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in