

লা লিগায় অঘটন। পয়েন্ট টেবিলে ৮ ধাপ পিছিয়ে থাকা দল সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারতে হল রিয়াল মাদ্রিদকে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল।
রিয়ালের হারে সুবিধা হল বার্সার। লা লিগায় ১৬ ম্যাচ খেলে ১৩ জয়, ১টি ড্র এবং ২টি হার নিয়ে ৪০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে বার্সা। রিয়াল মাদ্রিদ সমসংখ্যক ম্যাচ খেলে ১১টি জয় ৩টি ড্র এবং ২টি হার নিয়ে ৩৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
রবিবার মধ্যরাতে সেল্টা ভিগোর মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় উইলিয়টের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেল্টা ভিগো। ৬৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়ালের ফ্রান গার্সিয়াকে। ১০ জনের রিয়াল ভালোই চাপ বজায় রাখছিল প্রতিপক্ষের উপর। তবে ৯০+২ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন আলভারো। ফলে বাকি সময়টা ৯ জনে খেলতে হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে ৯০+৩ মিনিটের মাথায় নিজের এবং দলের দ্বিতীয় গোল করে সেল্টা ভিগোকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেন উইলিয়ট।
ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে ছিল রিয়াল। মোট ২০টি শট নিয়েছে তারা। যার মধ্যে অন টার্গেট ছিল ৮টি। সেল্টা ভিগো ১০টি শটের মধ্যে ৮টি অন টার্গেট রাখে। ৬২% বল দখলে ছিল রিয়ালের। সেখানে ৩৮% বল দখলে রেখেই বাজিমাত করে সেল্টা। গোটা ম্যাচে এমবাপ্পেরা পাস খেলেছে ৫৯৩টি। অন্যদিকে সেল্টা ভিগো পাস খেলেছে ৪২৩টি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন