

ভারতকে হারিয়ে নয়া রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা। টি-২০ ক্রিকেটে ভারতকে সবথেকে বেশি হারানোর নজির গড়েছে প্রোটিয়ারা। ভেঙে দিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যৌথ রেকর্ড।
বৃহস্পতিবার মুল্লানপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। এর আগে টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারত ৩৭ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ১২ বার। ইংল্যান্ড ২৯ বার ম্যাচ খেলে ১২ বারই জিতেছে।
দক্ষিণ আফ্রিকা ৩৩ বার মুখোমুখি হয়ে ১৩ বার হারিয়েছে ভারতকে। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ বার করে হেরেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০টি করে টি-২০ ম্যাচ খেলেছে ভারত।
গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। ৪৬ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন কুইন্টন ডি'কক। ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডোনোভান ফেরেইরা। ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং কার্যত ছন্দহীন বল করেন। আর্শদীপ সিং ৪ ওভারে ৫৪ রান এবং বুমরাহ ৪ ওভারে ৪৫ রান দেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ রানে ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ০ রানে ফিরতে হয় শুবমন গিলকে। অভিষেক শর্মা ৮ বলে ১৭ রান করে আউট হন। ৩৪ বলে ৬২ রান করে আউট হন তিলক বর্মা। ১৭ বলে ২৭ রান করে ফেরেন জীতেশ শর্মা। ১৯.১ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন