

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড গড়ল ভারত। বাংলাদেশের গড়া ১৩ বছর আগের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশীরা। পাশাপাশি ছয় মারার বিশ্ব রেকর্ড করলেন সূর্যবংশী।
একের পর এক রেকর্ড ভাঙছেন এবং গড়ছেন বৈভব সূর্যবংশী। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও কোনও ব্যতিক্রম হল না। ৯৫ বলে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। যুবদের একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছয়ের মালিকও হলেন তিনি। মোট ১৪টি ছয় মেরেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাইকেল হিল ২০০৮ সালে নামিবিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছয় মেরেছিলেন।
আজ ব্যাট করতে নেমে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বৈভব। প্রথম ৩০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ৫৬ বলে করেন সেঞ্চুরি। ১৫০ রান পূরণ করেন ৮৪ বলে।
শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয় ভারত। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত ৪৩৩ রান করে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক। এর আগে ২০১২ সালে কাতার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রান করেছিল। ২০১৮ সালে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৬ উইকেটের বিনিময়ে ৩৫৪ রান করেছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন