সূর্যবংশীর বিশ্বরেকর্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে ৪০০ পার ভারতের! ভাঙলো বাংলাদেশের রেকর্ড

People's Reporter: একের পর এক রেকর্ড ভাঙছেন এবং গড়ছেন বৈভব সূর্যবংশী। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও কোনো ব্যতিক্রম হল না।
ব্যাট হাতে বৈভব সূর্যবংশী
ব্যাট হাতে বৈভব সূর্যবংশীছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড গড়ল ভারত। বাংলাদেশের গড়া ১৩ বছর আগের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশীরা। পাশাপাশি ছয় মারার বিশ্ব রেকর্ড করলেন সূর্যবংশী।

একের পর এক রেকর্ড ভাঙছেন এবং গড়ছেন বৈভব সূর্যবংশী। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও কোনও ব্যতিক্রম হল না। ৯৫ বলে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। যুবদের একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছয়ের মালিকও হলেন তিনি। মোট ১৪টি ছয় মেরেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাইকেল হিল ২০০৮ সালে নামিবিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছয় মেরেছিলেন।

আজ ব্যাট করতে নেমে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বৈভব। প্রথম ৩০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ৫৬ বলে করেন সেঞ্চুরি। ১৫০ রান পূরণ করেন ৮৪ বলে।

শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয় ভারত। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত ৪৩৩ রান করে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক। এর আগে ২০১২ সালে কাতার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রান করেছিল। ২০১৮ সালে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৬ উইকেটের বিনিময়ে ৩৫৪ রান করেছিল।

ব্যাট হাতে বৈভব সূর্যবংশী
IND vs SA T20: ভারতকে হারিয়ে অনন্য নজির দক্ষিণ আফ্রিকার! পেছনে ফেলল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে
ব্যাট হাতে বৈভব সূর্যবংশী
Messi: আর্জেন্টাইন সুপারস্টার মেসির সাথে ফ্রেমবন্দী করতে পারেন নিজেকে! কত খরচ হবে জানেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in