IND vs SA T20: ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, আর্শদীপের প্রশংসায় মর্কেল

People's Reporter: মর্নি মর্কেল বলেন, আমি ছেলেদের খেলায় খুবই খুশি। তাঁরা যেভাবে কামব্যাক করেছে তা প্রশংসনীয়। আশা করছি পরের ম্যাচগুলিতেও অসাধারণ পারফর্ম করবে।
ভারতীয় বোলারদের খেলায় খুশি মর্নি মর্কেল
ভারতীয় বোলারদের খেলায় খুশি মর্নি মর্কেলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় বোলারদের কামব্যাক দেখে খুশি বোলিং কোচ মর্নি মর্কেল। সকলের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছে ভারত। আর এই জয় সহজ হয়েছে ভারতীয় বোলারদের কারণে। দ্বিতীয় ম্যাচে ভারতের বোলিং নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিশেষ করে আর্শদীপ সিং-র বোলিং-কে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছিল। রবিবার ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট সংগ্রহ করে সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। বোলিং বিভাগের খেলার খুশি কোচ মর্নি মর্কেল।

মর্নি মর্কেল বলেন, আমি ছেলেদের খেলায় খুবই খুশি। তাঁরা যেভাবে কামব্যাক করেছে তা প্রশংসনীয়। আশা করছি পরের ম্যাচগুলিতেও অসাধারণ পারফর্ম করবে।

আর্শদীপ সিং জানান, দ্বিতীয় ম্যাচে যখন আমি একের পর এক ওয়াইড বল করছিলাম তখন বার বার ক্যামেরা মর্নি মর্কেলকে দেখাচ্ছিল। মনে হচ্ছিল তিনি যেন আমাকে ভুল পরামর্শ দিয়েছিলেন।

গতকাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৭ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুধুমাত্র এইডেন মার্করাম ৪৬ বলে ৬১ এবং ডোনোভান ফেরেইরা ১৫ বলে ২০ রান করেন। নরখিয়া ১২ বলে ১২ রান করেন। এছাড়া কোনও ব্যাটারই দুই সংখ্যার রান করতে পারেননি।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে।

জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলতে শুরু করেন অভিষেক শর্মা ও শুবমন গিল। ১৮ বলে ৩৫ রান করে ফিরতে হয় অভিষেক শর্মাকে। ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পর গিলও কিছুটা ধীর ঘতিতে খেলতে থাকেন। ২৮ বলে ২৮ রান করে আউট হন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব ১১ বলে ১২ রান করে ফিরে যান। ৩৪ বলে ২৬ রান করে তিলক ভর্মা এবং ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে।

ভারতীয় বোলারদের খেলায় খুশি মর্নি মর্কেল
লাগাতার রান করতে ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব! তীব্র সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের
ভারতীয় বোলারদের খেলায় খুশি মর্নি মর্কেল
Messi: দিল্লিতে মেসির সাথে হাত মেলানোর খরচ ১ কোটি টাকা! আজই ভারত ছাড়বেন আর্জেন্টাইন সুপারস্টার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in