

নয়া দিল্লিতে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সহ তাঁর দুই সতীর্থ। তারকা ফুটবলারদের সফরের জেরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। আজই দিল্লির একটি বিলাসবহুল হোটেলে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করবেন মেসির সাথে। যেখানে নাকি এলএম টেনের সাথে হাত মেলাতেই খরচ হবে ১ কোটি টাকা।
এনডিটিভি সূত্রে খবর, দিল্লিতে রুদ্ধদ্বার 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠানে মেসির সাথে দেখা করার জন্য বেশ কিছু কর্পোরেট ফুটবল প্রতিষ্ঠান ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। এর আগে জানা গিয়েছিল হায়দরাবাদে মেসির সাথে ছবি তুলতে স্লট পিছু খরচ পড়েছিল ১০ লক্ষ টাকা।
সূত্রের খবর, চাণক্যপুরীর দ্য লীলা প্যালেসে থাকবেন মেসিরা। একটি নির্দিষ্ট ফ্লোর তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই হোটেলে প্রতি রাতের ভাড়া ৩.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত। হোটেল কর্মীরা মেসি, রড্রিগো দে পল এবং সুয়ারেজকে স্বাগত জানানোর জন্য জমকালো ব্যবস্থাও করেছেন। তবে মেসি সম্পর্কে সমস্ত তথ্য গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে হোটেল কর্মীদের।
দিল্লিতে তাঁর সংক্ষিপ্ত সফরে ভারতের প্রধান বিচারপতি, বেশ কয়েকজন সংসদ সদস্য এবং ভারতীয় ক্রীড়া তারকাদের একটি নির্বাচিত দলের সাথে দেখা করার কথা রয়েছে মেসির। যার মধ্যে ক্রিকেটার এবং অলিম্পিক ও প্যারালিম্পিক পদক বিজয়ীরা অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে মেসির।
অরুণ জেটলি স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে ভারতীয় ক্রিকেটারদের একটি দলের সাথে সাক্ষাৎ করবেন তিনি। সেখান থেকে আর্জেন্টিনার অধিনায়ক অ্যাডিডাস আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পুরানা কেল্লায় যাবেন। পুরানা কেল্লায় মেসি ভারতীয় ক্রীড়া চ্যাম্পিয়নদের সাথে দেখা করবেন, যার মধ্যে রয়েছেন রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভলিন স্বর্ণপদক বিজয়ী সুমিত আন্তিল, বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং অলিম্পিক হাই জাম্প পদক বিজয়ী নিশান্ত কুমার।
এরপর সন্ধ্যা ৬.৩০টা নাগাদ দিল্লি বিমানবন্দরে যাওয়ার কথা মেসির। ৮ টায় ভারত ছাড়তে পারেন লিও মেসি এবং তাঁর গোটা টিম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন