যুবভারতী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এবার পুরো বিষয় নিয়ে বিবৃতি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অনুষ্ঠানের কোনও তথ্যই ফেডারেশনের কাছে ছিল না বলেই জানানো হয়েছে।
শনিবার যুবভারতীতে গিয়ে কয়েকঘন্টা থাকার কথা ছিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। কিন্তু ৩০ মিনিটেরও কম সময় যুবভারতীতে থেকে শহর ছাড়েন লিও সহ তাঁর দুই সতীর্থ। এরপরই ব্যাপক ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পুরো ঘটনার কোনও দায় ফেডারেশনের নেই বলেই জানিয়েছে এআইএফএফ।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, "বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে দেখার জন্য হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন"।
বিবৃতিতে আরও বলা হয়, "এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল যা একটি জনসংযোগ সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল। AIFF এই অনুষ্ঠানের আয়োজন, পরিকল্পনা বা বাস্তবায়নের সাথে কোনওভাবেই জড়িত ছিল না। তাছাড়া, অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ AIFF-কে জানানো হয়নি এবং ফেডারেশনের কাছ থেকে কোনও ছাড়পত্র চাওয়া হয়নি"।
এআইএফএফ আরও জানায়, "আমরা সকল অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করার এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা এবং সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা উচিত"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন