

ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর ম্যাচ খেলতে না যাওয়ায় বড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শৃঙ্খলারক্ষা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দু’টি মরসুম এএফসি-র কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না মোহনবাগান। সেইসঙ্গে ক্ষতিপূরণ ও জরিমানা বাবদ মোটা অঙ্কের টাকা দিতে হবে সবুজ-মেরুন শিবিরকে।
গত ৩০ সেপ্টেম্বর ইরানে গিয়ে সেপাহান এফসি’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ইরান ভ্রমণের ব্যাপারে সেই দেশের সরকারের তরফে জারি করা নির্দেশিকা তুলে ধরে ম্যাচ খেলতে যেতে রাজি হননি সবুজ মেরুনের বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। অন্যদিকে নিরপেক্ষ জায়গায় ম্যাচ করতে চায়নি এএফসি। ম্যাচ না খেলার শাস্তি স্বরূপ ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসি-র কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড।
পাশাপাশি ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ খেলতে না যাওয়ার ফলে ইরানের ক্লাব ও এএফসি-র যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০,৭২৯ মার্কিন ডলার দিতে হবে বলে জানা যাচ্ছে। ৩০ দিনের মধ্যেই জরিমানা ও ক্ষতিপূরণের টাকা দিতে হবে। সব নিয়ে ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৯০ লাখ। ম্যাচ ফি, ভ্রমণের টাকাও ফেরত দিতে হবে।
এএফসিতে খেলতে যাওয়া না নিয়ে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় টিম বাগানকে। এমনকি সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়ে চাকরি যায় কোচ হোসে মোলিনারও। যদিও এই প্রথম নয় এরআগেও এএফসির শাস্তির মুখে পড়ে মোহনবাগান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন