IPL Auction: আইপিএল নিলামে ১৩ ক্রিকেটারকে দলে নিল KKR, একনজরে দেখুন কোন ক্রিকেটার কোন টিমে
মঙ্গলবার ছিল আইপিএল ২০২৬-র মিনি নিলাম। নিলামে চমক দিয়েছে কলকাতা এবং চেন্নাই সুপার কিংস। আনসোল্ড থাকা লিয়াম লিভিংস্টনকে ১৩ কোটি টাকায় কিনে নজর কেড়েছে সানরাইজার্স হায়দরাবাদও।
২০২৬ আইপিএল-র মিনি নিলাম সম্পূর্ণ হয়েছে। নিলামে সবথেকে বেশি মূল্যে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রীন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা। দ্বিতীয় দামি প্লেয়ারও রয়েছে কেকেআরের ঝুলিতেই। দুই আন ক্যাপড ক্রিকেটারকে রেকর্ড মূল্যে কিনেছে চেন্নাই সুপার কিংস। একনজরে দেখে নেওয়া যাক কোন দল কত জন প্লেয়ার কিনেছে -
কলকাতা নাইট রাইডার্স
আইপিএল নিলামে কলকাতা মোট ১৩ জন ক্রিকেটারকে কিনেছে। যার মধ্যে আছেন, ক্যামেরন গ্রীন (২৫.২০ কোটি), ফিল অ্যালেন (২ কোটি), মাথিশা পাথিরানা (১৮ কোটি), তেজস্বী সিং (৩ কোটি), কার্তিক ত্যাগী (৩০ লাখ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লাখ), রাহুল ত্রিপাঠি (৭৫ লাখ), টিম সেফার্ট (১.৫০ কোটি), মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), সার্থক রঞ্জন (৩০ লাখ), দক্ষ কামরা (৩০ লাখ), রাচীন রবীন্দ্র (২ কোটি) এবং আকাশ দীপ (১ কোটি)।
চেন্নাই সুপার কিংস
আকিল হোসেন (২ কোটি), প্রশান্ত বীর (১৪.২০ কোটি), কার্তিক শর্মা (১৪.২০ কোটি), ম্যাথু শর্ট (১.৫০ কোটি), আমন খান (৪০ লাখ), সরফরাজ খান (৭৫ লাখ), ম্যাট হেনরি (২ কোটি), রাহুল চাহার (১ কোটি) এবং জ্যাক ফোকস (৭৫ লাখ)।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড মিলার (২ কোটি), বেন ডাকেট (২ কোটি), আকিব দার (৮.৪০ কোটি), পাথুম নিশঙ্কা (৪ কোটি), লুঙ্গি এনগিড়ি (২ কোটি), সাহিল পারেখ (৩০ লাখ), পৃথ্বী শ (৭৫ লাখ) এবং কাইলি জেমিসন (২ কোটি)।
গুজরাট টাইটান্স
জেসন হোল্ডার (৭ কোটি), অশোক শর্মা (৯০ লাখ), টম ব্যান্টন (২ কোটি), পৃথ্বীরাজ ইয়ারা (৩০ লাখ) এবং লিউক উড (৭৫ লাখ)।
লখনউ সুপার জায়ান্টস
ওয়ানিন্দু হাসারাঙ্গা (২ কোটি), আনরিখ নরখিয়া (২ কোটি), মুকুল চৌধুরী (২.৬০ কোটি), নামান তিওয়ারি (১ কোটি), অক্ষৎ রঘুবংশী (২.২০ কোটি) এবং জস ইংলিশ (৮.৬০ কোটি)।
মুম্বই ইন্ডিয়ান্স
কুইন্টন ডি'কক (১ কোটি), দানিশ মালেওয়ার (৩০ লাখ), মহম্মদ ইজহার (৩০ লাখ), অথর্ব আনকোলেকার (৩০ লাখ) এবং মায়াঙ্ক রাওয়াত (৩০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ভেঙ্কটেশ আইয়ায় (৭ কোটি), জেকব ডাফি (২ কোটি), সাতভিক দেসওয়াল (৩০ লাখ), মঙ্গেশ যাদব (৫.২০ কোটি), জর্ডন কক্স (৭৫ লাখ), ভিকি ওস্তওয়াল (৩০ লাখ), বিহান মালহোত্রা (৩০ লাখ) এবং কনিষ্ক চৌহান (৩০ লাখ)।
পাঞ্জাব কিংস
বিশাল নিষাদ (৩০ লাখ), কুপার কনোলি (৩ কোটি), বেন (৪.৪০ কোটি) এবং প্রবীন দুবে (৩০ লাখ)।
রাজস্থান রয়্যালস
রবি বিষ্ণোই (৭.২০ কোটি), সুশান্ত মিশ্র (৯০ লাখ), ভিগ্নেশ পুথুর (৩০ লাখ), যশ রাজ পুনিয়া (৩০ লাখ), রবি সিং (৯০ লাখ), ব্রিজেশ শর্মা (৩০ লাখ), আমন রাও (৩০ লাখ), অ্যাডাম মাইলনি (২.৪০ কোটি) এবং কুলদীপ সেন (৭৫ লাখ)।
সানরাইজার্স হায়দরাবাদ
শিবাঙ্গ কুমার (৩০ লাখ), সলিল আরোরা (১.৫০ কোটি), ক্রেইন্স ফুলেত্রা (৩০ লাখ), প্রফুল হিঙ্গে (৩০ লাখ), অমিত কুমার (৩০ লাখ), ওমকার তারমালে (৩০ লাখ), সাকিব হুসেন (৩০ লাখ), লিয়াম লিভিংস্টোন (১৩ কোটি), শিবম মাভি (৭৫ লাখ) এবং জ্যাক এডওয়ার্ড (৩ কোটি)।

