

২০২৬ আইপিএল মিনি নিলামে আন ক্যাপড ক্রিকেটার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন প্রশান্ত বীর এবং কার্তিক শর্মা। দু'জনেই ১৪ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেন চেন্নাই সুপার কিংসে। ভাঙলেন ২০২২ সালে আবেশ খানের রেকর্ড।
আইপিএল মিনি নিলামে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রীনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনে সবথেকে দামি বিদেশির তকমা দিয়েছে। এবার দুই তরুণ ক্রিকেটারকে ১৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নজির গড়ল চেন্নাই সুপার কিংস। অলরাউন্ডার প্রশান্ত বীর এবং উইকেট রক্ষক কার্তিক শর্মার বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। দু'জনের জন্য সিএসকে-র খরচ হল ২৮ কোটি ৪০ লক্ষ টাকা।
এর আগে ২০২২ সালে সবথেকে দামি আন ক্যাপড প্লেয়ার হিসেবে রেকর্ড গড়েছিলেন আবেশ খান। তাঁকে ১০ কোটি টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২১ সালে কৃষ্ণাপ্পা গৌতমকে ৯.২৫ কোটি টাকায় কিনেছিল চেন্নাই।
কার্তিক শর্মার বয়স ১৯ বছর। তিনি রাজস্থানের হয়ে মিডল অর্ডারে (সাধারণত ৪ বা ৫ নম্বরে) ব্যাট করেন। ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে তিনি মাত্র পাঁচটি ম্যাচে ১৬টি ছক্কা মারেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি আরও ১১টি ছক্কা হাঁকিয়েছেন। রঞ্জি ট্রফিতে তাঁর ৩টি সেঞ্চুরিও রয়েছে।
অন্যদিকে, প্রশান্ত বীর হলেন উত্তরপ্রদেশের স্পিনিং অল রাউন্ডার। জাদেজার বিকল্প হিসেবে তাঁকে দলে নিয়েছেন নির্বাচকরা। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর কেড়েছেন সকলের। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাত ইনিংসে তিনি নয়টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও তিনি গুরুত্বপূর্ণ রান করেছেন, যার মধ্যে বিহারের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৪০ এবং উদ্বোধনী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ১০ বলে অপরাজিত ৩৭ রান উল্লেখযোগ্য।
ইউপি টি-২০ লিগে নয়ডা সুপার কিংসের হয়ে খেলার সময় সকলের নজরে আসেন তিনি। চেন্নাই সুপার কিংস তাঁকে ট্রায়ালের জন্য ডেকেছিল। তাঁর খেলা দেখে মুগ্ধ হয় টিম ম্যানেজমেন্ট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন