'কলকাতা ৫০ বছর পিছিয়ে গেলো' - যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে সরব AIFF সভাপতি কল্যাণ চৌবে

People's Reporter: কল্যাণের মতে, এর প্রভাব আগামী ৫০ বছর পশ্চিমবঙ্গে থাকবে। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে। ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত হবে।
কল্যাণ চৌবে
কল্যাণ চৌবেছবি - সংগৃহীত
Published on

কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলের ভরাডুবি অব্যাহত রয়েছে। ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত বর্তমানে ১৪২তম স্থানে। আইএসএল কবে হবে কেউ জানে না। আই লিগ বন্ধ। ফুটবল পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই অবস্থায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা নিয়ে মুখ খুললেন কল্যাণ।

কল্যাণ চৌবে জানান, মেসি ও রোনাল্ডো বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি। তাঁদের নিয়ে দু'ভাগ হয়ে যান সমর্থকরা। যতগুলো ফুটবল খেলিয়ে দেশ রয়েছে, সব দেশেই তাঁদের অসংখ্য ফুটবল সমর্থক রয়েছে। অনেকের কাছেই তাঁরা সর্বকালের সেরা। ফুটবল ২১১টা দেশে খেলা হয়। তাই এমন কোনও ঘটনা ঘটলে আন্তর্জাতিক স্তরে নজরে পড়বেই।

তিনি আরও বলেন, কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মক্কা বলে জানি। এখানে পেলে, মারাদোনা, লেভ ইয়াশিন, অলিভার কান, রজার মিল্লা বেবেতো-সহ অনেক লেজেন্ডারি ফুটবলাররা এসেছেন। এমন খেলোয়াড়দের আনার একটা প্রটোকল থাকে। এর কোনওটাই মানা হয়নি। সেই কারণেই বিশ্বের কাছে সম্মানহানি হল। শনিবার সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।

তাঁর মতে, "এর প্রভাব আগামী ৫০ বছর পশ্চিমবঙ্গে থাকবে। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে। ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত হবে। বড় কোনও আন্তর্জাতিক ইভেন্টের জন্য বিড করা হলে সেখানে অন্য দেশগুলিও থাকে। সেই সময় প্রশ্ন উঠতে পারে, কলকাতা বা পশ্চিমবঙ্গ কি সত্যিই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করার জন্য তৈরি? এখানকার ব্যবস্থাপনা কি পরিণত? খেলা হল একটা দেশের সফট পাওয়ার। সেখানে উল্লেখযোগ্যভাবে উপরের সারিতে রয়েছে ফুটবল। এটা ব্যক্তির বা রাজনৈতিক দলের ক্ষতি নয়। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই ঘটনা।"

কল্যাণ চৌবে
IPL Auction: আইপিএল-র ইতিহাসে সবথেকে দামি বিদেশি! কত কোটিতে ক্যামেরন গ্রীনকে দলে নিল কলকাতা?
কল্যাণ চৌবে
IND vs SA T20: ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, আর্শদীপের প্রশংসায় মর্কেল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in