
২২ মার্চ ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ২০২৫ সালের আইপিএল। সূত্রের খবর, কেকেআরের বিরুদ্ধে বিরাটদেরই ম্যাচ হবে। আর সেই ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
গতবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় এবারে ইডেনে আইপিএলের উদ্বোধন ম্যাচ, কোয়ালিফায়ার ২ আর আইপিএল ফাইনাল হবে। ২ দিনের মধ্যে আইপিএলের সূচি প্রকাশ হওয়ার কথা।
তবে ২২ মার্চ ইডেনে বিরাট ম্যাচ নিয়ে উন্মাদনা এখন থেকেই শুরু হয়ে গেছে। রজত পাতিদারকে আরসিবির ক্যাপ্টেন ঘোষণা করা হলেও যাবতীয় আকর্ষণ বিরাটকে নিয়েই।
২৩ মার্চ হায়দরাবাদের উপ্পলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের। রবিবারের এই ম্যাচটি শুরু হবে বিকেলে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের প্রথম ম্যাচের দিনক্ষণ। ইডেনে ২৫ মে, রবিবার হবে আইপিএলের ফাইনাল।
এবারে আইপিএলে ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই, লখনউ, মুল্লানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা, হায়দরাবাদ, গুয়াহাটি এবং ধর্মশালায়। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বেশ কয়েকটি হোম ম্যাচ খেলবে। তার মধ্যে ২৬ মার্চ কলকাতা ও ৩০ মার্চ চেন্নাই ম্যাচ রয়েছে। আর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসও তাঁদের অনেক হোম ম্যাচ ধর্মশালায় খেলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন