
আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ। এই প্রথম পাঁচ রাজ্যে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। এছাড়া এবারে দলের সংখ্যা ১৬ থেকে বেড়ে হচ্ছে ২৪। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ড, আসাম, মেঘালয় ও ইম্ফলে হবে ডুরান্ড কাপ।
দু’বছর পর এবার ইম্ফলেও হবে ডুরান্ড কাপের খেলা। কোকরাঝাড় টানা তৃতীয়বারের মতো আয়োজক হতে চলেছে। গত বছর ঝাড়খণ্ডের জামশেদপুর এবং মেঘালয়ের শিলংয়ে ডুরান্ড কাপের খেলা হয়েছিল। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ২০১৯ সালে দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়।
যেসব স্টেডিয়ামে ডুরান্ড কাপের খেলা হবে -
• কলকাতায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন
• ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়াম
• রাঁচির মোরহাবাদি স্টেডিয়াম অথবা
• জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স,
• শিলং-এর জওহরলাল নেহরু স্টেডিয়াম
• কোকরাঝাড়ের সাই স্টেডিয়াম।
ফাইনাল সেমিফাইনাল কোথায়?
ফাইনাল, সেমিফাইনাল সহ উদ্বোধনী ম্যাচ হবে কলকাতাতেই। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আর মোহনবাগান সম্ভবত একই গ্রুপে পড়বে। খুব তাড়াতাড়ি ট্রফি ট্যুর শুরু হবে।
আয়োজক অর্থাৎ সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'-এর পরে এই টুর্নামেন্ট করছে সেই কারণে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে তারা নানা অনুষ্ঠান আয়োজন করবে বলেও খবর। গতবার মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন