WTC Final 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে কারা থাকবেন আম্পায়ার? ঘোষণা করল আইসিসি

People's Reporter: ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১১ থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার এই ফাইনাল।
রিচার্ড ইলিংওয়র্থ (বামদিকে) এবং ক্রিস গ্যাফানি (ডানদিকে)
রিচার্ড ইলিংওয়র্থ (বামদিকে) এবং ক্রিস গ্যাফানি (ডানদিকে)ছবি - আইসিসির এক্স মাধ্যম
Published on

২০২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১১ থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার এই ফাইনাল।

নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়র্থ মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ধারাবাহিকভাবে আইসিসির গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়োজিত থাকা ইলিংওয়র্থ এর আগেও ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও আম্পায়ার ছিলেন। ২০২৪ সালে তিনি চতুর্থবারের মতো ডেভিড শেফার্ড ট্রফি জিতে বছরের সেরা আম্পায়ার হিসেবে স্বীকৃতি পান।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং ভারতের বিপক্ষে ২০২৩ ডব্লিউটিসি ফাইনালেও একসঙ্গে আম্পায়ারিং করেছেন গ্যাফানি ও ইলিংওয়র্থ। এবার ইতিহাসে প্রথমবারের মতো ৩টি ডব্লিউটিসি ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়র্থ।

ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরোকে টিভি আম্পায়ার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ২০২১ সালের ভারত-নিউজিল্যান্ড ফাইনালেও একই দায়িত্বে ছিলেন। ভারতের নীতিন মেনন থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। এটিই তাঁর প্রথম ডব্লিউটিসি ফাইনাল। যদিও তিনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ভারতের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আমরা অভিজ্ঞ এবং দক্ষ অফিসিয়ালদের একটি দল নিযুক্ত করতে পেরে আনন্দিত। আমরা আত্মবিশ্বাসী যে, তাঁরা দায়িত্ব পালনে শ্রেষ্ঠ পারফর্ম করবে।”

রিচার্ড ইলিংওয়র্থ (বামদিকে) এবং ক্রিস গ্যাফানি (ডানদিকে)
Mandarmani: মন্দারমণিতে ঘুরতে এলে আপনার ডেস্টিনেশন এবার স্পোর্টস মিউজিয়াম! কী কী দেখবেন?
রিচার্ড ইলিংওয়র্থ (বামদিকে) এবং ক্রিস গ্যাফানি (ডানদিকে)
IPL: 'বাংলাকে বঞ্চনা করা হচ্ছে' - ইডেন থেকে IPL ফাইনাল সরানো নিয়ে ক্ষোভ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in