
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে মন্দারমণিতে উদ্বোধন হল স্পোর্টস মিউজিয়ামের। উপস্থিত ছিলেন ১৯৯৭ এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট ও প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী সিকদার, প্রথম মহিলা অর্জুন ফুটবলার শান্তি মল্লিক এবং ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী।
সিএসজেসি সভাপতি শুভেন রাহা বলেন, “অনেকে বলবেন কলকাতায় নয় কেনো? আমি বলব জেলায় নয় কেনো?” জেলার বাসিন্দা এবং মন্দারমণিতে ঘুরতে যাওয়া পর্যটকরা ইচ্ছে হলেই ঘুরে যেতে পারবেন এই ক্রীড়া সংগ্রহশালায়। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত খোলা থাকবে। শুধু রিসর্টে আসা পর্যটকদের জন্যই নয়, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষও কুপন সিস্টেমে এটা দেখতে পারবেন।
জ্যোতির্ময়ী সিকদার বলেন, "আমরা এখানে যে জার্সি বা খেলার সরঞ্জাম দিলাম সেটা শুধু জিনিস নয়, সেগুলো আমাদের অদম্য পরিশ্রমের ফল। আশা করি এগুলো পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
শান্তি মল্লিক বলেন, “এই মিউজিয়াম দেশের খেলাধুলার অতীত সম্পর্কে জানতে সাহায্য করবে বর্তমান প্রজন্মকে।” শৌভিক চক্রবর্তী জানান, “জেলার মানুষ এর থেকে উপকৃত হবে। আশা করব, আরও বড় হবে এই মিউজিয়াম।”
কী কী আছে মিউজিয়ামে?
১) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় আন্দ্রে রাসেলের হেলমেট।
২) দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার লান্স ক্লুসনারের সই করা জার্সি।
৩) অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ভারতীয় জার্সি।
৪) প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেট অধিনায়ক তিলকরত্নে দিলশানের জার্সি।
৫) মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পালের জার্সি।
৬) ২০২২ ফিফা বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের গ্লাভস।
৭) ২০০৩-এ আশিয়ান কাপ জয়ী দলের কোচ সুভাষ ভৌমিকের জার্সি।
৮) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ২০২৩ ও ২০২৪ মরসুমের প্লেয়ারদের সই-সহ জার্সি।
৯) দুই মরসুম আইপিএল-এ অংশ নেওয়া রাইজিং পুণে সুপার জায়ান্টে মহেন্দ্র সিং ধোনির জার্সি।
১০) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের সই করা জার্সি ও টুপি।
১১) ভারতীয় উইকেট-কিপার ঋদ্ধিমান সাহার সই করা গ্লাভস।
১২) প্যারা অ্যাথলিট দীপা মালিকের সই করা টুপি।
১৩) সুনীল গাভাস্কারের দেওয়া টুপি।
১৪) ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অধিনায়ক চুনি গোস্বামীর অফিসিয়াল ব্লেজার।
১৫) অলিম্পিক সোনা জয়ী হকি দলের সদস্য গুরবক্স সিংয়ের জার্সি, হকি স্টিক ও বিশেষ মেমেন্টো।
১৬) পেলের অটোগ্রাফসহ ছবি।
১৭) ১৯৯৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা ও রুপো জয়ী জ্যোতির্ময়ী সিকদারের সই-সহ তাঁর ব্যবহৃত জার্সি।
১৮) ইংলিশ চ্যানেল পার করার সময় ব্যবহৃত বুলা চৌধুরীর জার্সি।
১৯) প্রাক্তন ফুটবলার বিকাশ পাঞ্জির ব্যবহৃত ভারতীয় দলের জার্সি।
২০) প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের ভারতীয় দলের জার্সি।
২১) ১৯৪২ সালে ইস্টবেঙ্গলের প্রথম কলকাতা লিগ জয়ের ব্যক্তিগত মেমেন্টো।
তবে এই সংখ্যা আরও বাড়বে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন