IPL 2025: বৃষ্টির কারণে আইপিএল-এ নয়া নিয়ম! 'আগে কেন হয়নি?' - কড়া সমালোচনায় কেকেআর

People's Reporter: ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএলের গভর্নিং কাউন্সিল সম্প্রতি নিয়মে পরিবর্তন এনেছে।
কেকেআর কোচের সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানে
কেকেআর কোচের সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানেছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে অতিরিক্ত ১২০ মিনিট সময় বরাদ্দ নিয়ে আইপিএল-এর সাম্প্রতিক সিদ্ধান্তকে "অ্যাডহক" ও "অসঙ্গত" বলে কড়া সমালোচনা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, এই নিয়ম যদি আগেই কার্যকর হতো, তবে তারা প্লে-অফে পৌঁছানোর দৌড়ে টিকে থাকতে পারত।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সম্প্রতি নিয়মে পরিবর্তন এনেছে। যেখানে বলা হয়েছে লিগ ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। যাতে বর্ষাকালের সম্ভাব্য বৃষ্টি সত্ত্বেও ২০ ওভারের ম্যাচ সম্ভব হয়। এর আগে, লিগ ম্যাচে এক ঘণ্টা এবং প্লে-অফ ম্যাচে দুই ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ ছিল।

আইপিএলের সিওও হেমাঙ্গ আমিন দশটি ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো এক ইমেলে জানিয়েছেন, ক্রমবর্ধমান বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর প্রশ্ন তুলেছেন, কেন এই নিয়মটি টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের শুরু থেকেই কার্যকর করা হয়নি।

মাইসোরের মতে, “মাঝপথে নিয়মের এমন পরিবর্তন কখনও কখনও প্রয়োজনীয় হতে পারে, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনে ধারাবাহিকতা থাকা উচিত ছিল।”

তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ১৭ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের কথা। যে ম্যাচটি সম্পূর্ণভাবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওই দিন রাত ১০টা ২৬ মিনিটে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

মাইসোর বলেন, “নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত দুই ঘণ্টা সময় বরাদ্দ থাকলে সেদিন অন্ততপক্ষে পাঁচ ওভারের খেলা সম্ভব হত, যা আমাদের প্লে-অফের আশা টিকিয়ে রাখতে পারত।”

তিনি আরও বলেন, “এই ধরনের অ্যাডহক ও অসঙ্গত সিদ্ধান্ত এমন একটি মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টের মানদণ্ডের সঙ্গে খাপ খায় না। আমরা অত্যন্ত দুঃখিত।”

কেকেআর কোচের সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানে
IPL 2025: জল্পনার অবসান, কলকাতা থেকে আইপিএল-র ফাইনাল সরলো! কোথায় হবে জেনে নিন
কেকেআর কোচের সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানে
IPL 2025: গুরত্বপূর্ণ বোলারের অভাবেই লখনউয়ের ভরাডুবি! আইপিএল থেকে ছিটকে গিয়ে সাফাই 'ছন্দহীন' ঋষভের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in