UEFA Europa League: ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পার লড়াই

People's Reporter: এখনও পর্যন্ত ১৭৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। রেকর্ডে এগিয়ে ইউনাইটেড - ৯০টি জয়, টটেনহ্যামের ৪৩টি। বাকি ৪৩টি ম্যাচ ড্র হয়েছে।
ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার
ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারছবি - UEFA Europa League
Published on

ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো ফল হয়নি দুই দলেরই। এবার বুধবার মধ্যরাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ১৬ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড নামবে ১৭ নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে (ইপিএল-র পয়েন্টস টেবিল অনুযায়ী)। তবে নকআউটের লড়াই সম্পূর্ণ আলাদা হবে। জয়ী দল সরাসরি পরের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে।

কোয়ার্টার ফাইনালে লিওঁর বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর, অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে ওঠে ইউনাইটেড। অন্যদিক, নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্টকে দুই লেগে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পার।

উয়েফা ইউরোপা লিগের ফাইনালের বিজয়ী সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে, যা উভয় দলের জন্যই একটি বিরল সম্মান এবং এই মৌসুমের হতাশা মোচনের বড় সুযোগ।

এখনও পর্যন্ত ১৭৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। রেকর্ডে এগিয়ে ইউনাইটেড - ৯০টি জয়, টটেনহ্যামের ৪৩টি। বাকি ৪৩টি ম্যাচ ড্র হয়েছে।

ফাইনালের আগে ইনজুরি সমস্যাও ভোগাচ্ছে দুই দলকে। ইউনাইটেডের জোশুয়া জিরকজি, লেনি ইয়োরো এবং ডিওগো ডালট দলে ফিরলেও, ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিগট ও লিসান্দ্রো মার্টিনেজ খেলতে পারবেন না।

টটেনহ্যামের দলে নেই ডেজান কুলুসেভস্কি, জেমস ম্যাডিসন এবং লুকাস বার্গভাল। তবে তাদের শক্তি বাড়াবে সন হিউং-মিন, ক্রিশ্চিয়ান রোমেরো এবং মিকি ভ্যান ডার ভেনের প্রত্যাবর্তন।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পারের ইউরোপা লিগ ফাইনাল ম্যাচ হবে ভারতীয় সময় বুধবার মধ্যরাতে (১২.৩০টা), বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং স্ট্রিমিং হবে SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে।

ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার
IPL 2025: বৃষ্টির কারণে আইপিএল-এ নয়া নিয়ম! 'আগে কেন হয়নি?' - কড়া সমালোচনায় কেকেআর
ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার
IPL 2025: জল্পনার অবসান, কলকাতা থেকে আইপিএল-র ফাইনাল সরলো! কোথায় হবে জেনে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in