
ফের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সরব হলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর মতে ভারতে নতুন কোনো প্রতিভা উঠে আসছে না। উঠে এলেও তাঁকে অবহেলা করা হচ্ছে। যার কারণে সেই প্রতিভা হারিয়ে যাচ্ছে।
ভারতীয় ফুটবল কীভাবে উন্নতি করবে? কোন কোন জায়গায় সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে তা নিয়ে বার বার মুখ খুলেছেন বাইচুং। সম্প্রতি ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে আফ্রিকা মহাদেশের একটি ছোটো দেশ কেপ ভার্দে। যার পর ভারতীয় ফুটবল সমর্থকরা টিম ম্যানেজমেন্ট এবং AIFF-র উপর ক্ষোভ উগরে দিচ্ছেন।
রেভস্পোর্টজ-র একটি প্রতিবেদন অনুযায়ী বাইচুং বলেন, ভারতে প্রতিভাবান ফুটবলার আবিষ্কার করা হচ্ছে না। সেই কারণেই ৪১ বছর বয়সেও সুনীল ছেত্রীকে জাতীয় দলে ফিরতে হয়।
কল্যাণ চৌবে নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধেও সরব হন বাইচুং। তিনি বলেন, এই কমিটিকে সরতেই হবে। এরা যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই ভারতীয় ফুটবল পিছিয়ে গেছে। ফিফা র্যাঙ্কিং-এ ক্রমশ ভারতের পতন হয়েছে।
ভারতের প্রাক্তন তারকার মতে তৃণমূল স্তরে আরও বিনিয়োগ প্রয়োজন। ২০২৪-২৫ সালে এআইএফএফ তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য বরাদ্দ ১ কোটি থেকে কমিয়ে ২২ লক্ষ টাকা করেছে। এই অর্থ নিয়ে বাইচুং প্রশ্ন তোলেন, এই টাকা যাচ্ছে কোথায়? কীভাবে খরচ হচ্ছে?
পাশাপাশি বাইচুং বলেন, এটা দুঃখের বিষয় যে আমরা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারছি না, যা এখন ২৪টি দল নিয়ে খেলা হয়। সবসময়ই ফুটবলে ভবিষ্যৎ আছে। কিন্তু সিস্টেমের আমূল পরিবর্তন দরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন