Messi & Ronaldo: একজনের জোড়া অ্যাসিস্ট, অন্যজনের জোড়া গোল! বিশ্বরেকর্ড মেসি-রোনাল্ডোর

People's Reporter: তাঁরা যে ফুরিয়ে যাননি তা এখনও প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে ফের বিশ্ব রেকর্ড করলেন দুই মহারথী।
লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি - সংগৃহীত
Published on

বিশ্বরেকর্ড করলেন মেসি এবং রোনাল্ডো। একজনের পা থেকে এলো গোলের রেকর্ড। অন্যজনের পায়ের জাদুতে হলো গোল করানোর রেকর্ড।

তাঁরা যে ফুরিয়ে যাননি তা এখনও প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে ফের বিশ্ব রেকর্ড করলেন দুই মহারথী। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের মালিক হলেন মেসি এবং ফিফা যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক গোল স্কোরার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ফুটবল বিশ্বের ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সে বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর গোলসংখ্যা বর্তমানে ৪১। যা তাঁকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তুলে ধরেছে। তিনি পেছনে ফেললেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে। রুইজ করেছিলেন ৩৯ গোল। মেসি করেছেন ৩৬টি গোল।

মঙ্গলবার রাতে লিসবনে পর্তুগাল মুখোমুখি হয়েছিল হাঙ্গেরীর। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচের শুরুতেই ৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরী। ২২ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। তখনই তিনি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেন। হাফটাইমের ঠিক আগে নুনো মেন্ডেসের পাস থেকে আরও একবার গোল করেন পর্তুগিজ তারকা। যা ছিল তাঁর কেরিয়ারের ৯৪৮তম ও জাতীয় দলের হয়ে ১৪৩তম গোল। ম্যাচের ৯১ মিনিটে সমতা ফেরায় হাঙ্গেরী।

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্টের নিরিখে সকলকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করলেন লিও মেসি। ভারতীয় সময় বুধবার ভোরে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। ৬-০ গোলে ম্যাচ জেতেন লিওরা। ম্যাচে গোল না করলেও ২টি অ্যাসিস্ট আসে মেসির পা থেকে।

আন্তর্জাতিক স্তরে মোট ৬০টি অ্যাসিস্ট করেছেন মেসি। দ্বিতীয় স্থানে আছেন নেইমার জুনিয়র। তিনি ৫৮টি অ্যাসিস্ট করেছেন।

লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির
লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
FIFA World Cup 26: টেলস্টার থেকে ট্রাইওন্ডা, একনজরে ফিফা বিশ্বকাপের ফুটবল বিবর্তনের ইতিহাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in