গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলফাইল ছবি

Kalinga Super Cup 25: সূচি প্রকাশ সুপার কাপের, প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান!

People's Reporter: ২০ তারিখ ইস্টবেঙ্গল ও মোহনবাগান নামার পর মহামেডান নামবে ২৪ তারিখ।
Published on

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ। গতবারের মত এবারেও সুপার কাপ হবে ভুবনেশ্বরে। গতবার চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। আর প্রথম ম্যাচেই নামবে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল আর মোহনবাগান। ইস্টবেঙ্গল নামবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। মোহনবাগান নামবে আইলিগে তৃতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে। এবার আইলিগের পয়েন্ট তালিকায় প্রথম তিনে শেষ করা দলগুলো খেলবে সুপার কাপে। প্রথম ৩ দল হল চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশি এবং রিয়াল কাশ্মীর।

২০ তারিখ ইস্টবেঙ্গল ও মোহনবাগান নামার পর মহামেডান নামবে ২৪ তারিখ। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। ২৬ এপ্রিল খেলা হবে প্রথম কোয়ালিফায়ার। একই দিনে রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার।

২৭ তারিখে রয়েছে তৃতীয় ও চতুর্থ কোয়ালিফায়ার। তৃতীয় কোয়ালিফায়ারে খেলবে ২৩ এপ্রিল জেতা দলগুলো। চতুর্থ কোয়ালিফায়ার খেলবে ২৪ এপ্রিল জেতা দলগুলো।

৩০ এপ্রিল রয়েছে দুই সেমি ফাইনাল আর ৩ মে ফাইনাল।

গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Harry Brook: ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক ২৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার!
গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Mats Hummels: 'সময় এসেছে বিদায় জানানোর' - সমাজ মাধ্যমে অবসরের ঘোষণা বিশ্বকাপ জয়ী জার্মান ডিফেন্ডারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in