Harry Brook: ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক ২৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার!

People's Reporter: নতুন দায়িত্ব পেয়ে ব্রুক বলেন, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়।
অধিনায়ক হলেন হ্যারি ব্রুক (একদম ডানদিকে)
অধিনায়ক হলেন হ্যারি ব্রুক (একদম ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন ২৬ বছর বয়সী হ্যারি ব্রুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরাজয়ের পরই জস বাটলার ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়েন। তারপর হ্যারি ব্রুককে বেছে নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ব্রুক ২০২২ সাল থেকে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য এবং তিন ফর্ম্যাটেই দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান ২০২৩ ও ২০২৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাটলারের অনুপস্থিতিতে তাঁর অধিনায়কত্বের অভিষেক হয় এবং তখন থেকেই তাঁর নেতৃত্ব প্রশংসিত হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে ব্রুক বলেন, “ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। ছোটবেলা থেকে এই মুহূর্তটির স্বপ্ন দেখেছি। পরিবার, কোচ এবং যারা আমাকে সমর্থন করেছেন — সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, "এই দেশে অনেক প্রতিভা আছে এবং আমি নিজের অধিনায়কের যাত্রা শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। একাধিক সিরিজ, বিশ্বকাপ এবং বড় ইভেন্ট জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

ইংল্যান্ডের হয়ে ব্রুকের নেতৃত্ব যাত্রা শুরু হবে ২৯ মে থেকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজও রয়েছে।

উল্লেখ্য, দেশের জন্য চলতি আইপিএল থেকে সরে দাঁড়ান হ্যারি ব্রুক। সেইসময় তিনি জানিয়েছিলেন, "আমি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে আসছি। আর দেশের জার্সিতে খেলতে পেরে আমি কৃতজ্ঞ"।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন জস বাটলার। তিনি জানিয়েছিলেন, "এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত, দলের জন্যও সঠিক সিদ্ধান্ত এবং আশা করি অন্য কেউ এসে ব্রেন্ডন ম্যাককুলামের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দলকে ছন্দে ফেরাতে পারবে। এটা ঠিক যে এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি দুঃখিত এবং হতাশ।" জস বাটলার শুধুমাত্র একজন সদস্য হিসেবে ইংল্যান্ড দলে খেলবেন।

অধিনায়ক হলেন হ্যারি ব্রুক (একদম ডানদিকে)
ISL 2024-25: সুনীলের গোলে ফাইনালে বেঙ্গালুরু! শেষ মুহূর্তে ধরাশায়ী মানোলোর গোয়া
অধিনায়ক হলেন হ্যারি ব্রুক (একদম ডানদিকে)
ISL 2024-25: প্রতিশোধের ম্যাচ! সমর্থকদের জন্য সোমবার যুবভারতীতে জিততে চান বাগান কোচ মোলিনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in