
বদলা নেওয়ার ম্যাচ। আইএসএলের প্রথম সেমিফাইনালের লেগে জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারতে হয় লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানকে। ফাইনালে উঠতে গেলে সোমবার ২ গোলের ব্যবধানে জিততেই হবে সবুজ মেরুন ব্রিগেডকে। তবে এই মুহূর্তে সমর্থকদের জন্য এই ম্যাচ আরও বেশী করে জিততে চান বাগান কোচ হোসে মোলিনা।
জামশেদপুরের মাঠে স্থানীয় পুলিশ এবং সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন মোহনবাগানের সমর্থকেরা। কারও মাথা ফেটে গিয়েছিল, কারও গায়ে-হাতে চোট লেগেছিল। মার খাওয়া পাঁচ সমর্থককে আনা হয়েছিল রবিবারের সাংবাদিক বৈঠকে। সেখানেই বাগান কোচ হোসে মোলিনা, ফুটবলার জেমি ম্যাকলারেন তাঁদের হাতে ফুলের তোড়া এবং সোমবারের ম্যাচের একটি ভিআইপি টিকিট তুলে দেন।
মোলিনা বলেন, "সমর্থকেরা অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। ওঁদের জয়টা প্রাপ্য। গোটা মরসুমে আমাদের সমর্থন করেছেন ওঁরা। এত সমর্থকের সামনে খেলা চাপের। কিন্তু ওঁরাই আমাদের আত্মবিশ্বাসী করে তোলেন। জেতার জন্য আরও বেশি।"
তিনি আরও বলেন, "এখন শুধু ম্যাচ নিয়ে ভাবার সময়। যা হয়ে গিয়েছে, তা নিয়ে আর ভাবছি না। তবে গত ম্যাচের ভুলগুলো অবশ্যই বিশ্লেষণ করেছি এবং সেগুলো সমাধানের চেষ্টাও করছি। আমাদের এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে প্রতিপক্ষের গোলের সামনে আমাদের আরও সফল হতে হবে। গোল খেলে চলবে না। এই পার্থক্যটাই তৈরি করতে হবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে আশা করি আমাদের ছেলেরা তা পারবে। ওদের ওপর আমার ভরসা আছে।"
মোলিনার কথায়, "সমর্থকদের সামনে খেলা চাপের হলেও ওদের জন্য জিততে চাই। তবে ঘরের মাঠে সমর্থকেরা যেভাবে আমাদের জন্য গলা ফাটান, তাতে আমাদের খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে ওঠে এবং প্রতিপক্ষরা চাপে পড়ে যায়। সমর্থকদের বলব খেলাটা উপভোগ করতে। যেন কোনও ভাবে মেজাজ না হারান তাঁরা।"
এছাড়া মোলিনা বলেন, "এটা ঠিকই যে জামশেদপুরের বিরুদ্ধে গোলের অনেক ভালো ভালো সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু আমরা ওদের গোলের সামনে সফল হতে পারিনি। আমাদের ওই জায়গায় সফল হতে হবে। প্রতিদিনই আমরা উন্নতি করার চেষ্টা করি। মরশুমের প্রথম দিন থেকেই করছি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন