
ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলস। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও বার্তায় অবসরের ঘোষণা করেন তিনি। চলতি মরসুমের শেষেই নিজের বুট জোড়া তুলে রাখবেন তিনি।
ভিডিওবার্তায় ৩৬ বছর বয়সী রোমার সেন্টার-ব্যাক হামেলস বলেন, "এটি এমন একটি মুহূর্ত যা কোনও ফুটবলার এড়াতে পারে না। ১৮ বছরেরও বেশি সময় ধরে ফুটবল আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবার সময় এসেছে বিদায় জানানোর।"
বায়ার্ন মিউনিখের যুব দলে ক্যারিয়ার শুরু করেছিলেন হামেলস। এরপর বরুসিয়া ডর্টমুন্ডে পাড়ি দিয়ে জার্গেন ক্লপের অধীনে দু'বার বুন্দেসলিগা জয় করেন। তাঁর পারফরম্যান্স তাঁকে জার্মান জাতীয় দলের অন্যতম ভরসা করে তোলে।
২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দুরন্ত ছিলেন তিনি। জেরোম বোয়াটেংয়ের সঙ্গে রক্ষণভাগ সামলেছিলেন। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতে।
পরে আবার বায়ার্নে ফিরে এসে তিনটি লিগ শিরোপা জেতেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগ তাঁর অধরা রয়ে যায়। তিনি ২০১৩ ও ২০২৪ সালে দুটি ফাইনালে খেললেও পরাজিত হন।
জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলা এই অভিজ্ঞ ডিফেন্ডার ডর্টমুন্ডের হয়ে ৫০৮টি এবং বায়ার্নের হয়ে ১১৮টি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে তিনি ইতালির সিরি আ ক্লাব রোমায় যোগ দেন এবং এই ক্লাবে থেকেই অবসর নিচ্ছেন।
জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান হামেলসকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে তিনি এক মানদণ্ড ছিলেন। ডিফেন্ডারদের একটি প্রজন্ম তাঁকে দেখে শিখেছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন