
মোহনবাগান সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিশোধ মাঠের মধ্যেই নেওয়ার হুঙ্কার দিলেন বাগানের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতস। সমাজমাধ্যমে এমনই বার্তা দিলেন তিনি।
জামশেদপুরের মাঠে গিয়ে মোহনবাগানের এক সমর্থকের রক্তাক্ত হওয়ার অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। সমাজমাধ্যমে দিমিত্রি লেখেন, ‘দলের তরফে কথা দিচ্ছি, এর প্রতিশোধ আমরা মাঠেই নেব। পরের ম্যাচে আমরা দেখিয়ে দেব, সমর্থকদের জন্য কী করতে পারি। শুধু এইভাবেই আপনারা সমর্থন করে যান।’
প্রসঙ্গত, মোহনবাগান সমর্থকদের অভিযোগ, জামশেদপুর স্টেডিয়ামে তাঁদের উপর হামলা চালানো হয়। ম্যাচের প্রথম গোল অর্থাৎ ২১ মিনিটে জামশেদপুরের প্রথম গোলের পরেই ঝামেলা শুরু হয়। মোহনবাগান সমতা ফেরায় ৩৭ মিনিটে। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার তীব্র নিন্দা জানান মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। তিনি বলেন, তিনি বলেন, 'ভবিষ্যতে আমরা আর জামশেদপুরে খেলতে আসবো কিনা ভাবতে হবে। আর আমরা জানি পুলিশ কোনদিন লাঠিচার্জ হাঁটুর উপরে করতে পারে না। মাথাতে তো নয়ই। এদিন পুলিশ সেই কাজটাই করেছে। জামশেদপুর সমর্থকদের আচরণের কথা ছেড়ে দিলাম। পুলিশ কীভাবে এমন আচরণ করলো? এই জিনিস কি যুবভারতীতে খেলা হলে হয়? আমরা ঘটনার নিন্দা করছি। উপযুক্ত ব্যবস্থা নেবো। চিঠি দেব এফএসডিএলকে।'
উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। সেই ম্যাচ জিততে হলে জামশেদপুরকে কমপক্ষে ২-০ ব্যবধানে হারাতে হবে বাগানকে। কারণ জামশেদপুর প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন