IPL 2025: 'রিটায়ার্ড আউট' তিলক বর্মা! ম্যাচ শেষে মুখ খুললেন হার্দিক পাণ্ডিয়া

People's Reporter: তিলক যখন মাঠ ছাড়েন তখন দলের প্রয়োজন ৭ বলে ২৪ রান। তিলকের এমন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা।
তিলক বর্মা
তিলক বর্মাছবি - সংগৃহীত
Published on

শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান তিলক বর্মা হলেন আইপিএল ইতিহাসে চতুর্থ ব্যাটার, যিনি "রিটায়ার্ড আউট" হলেন। ২৩ বলে ২৫ রান করে ইনিংসের মাঝপথে মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে নামেন মিচেল স্যান্টনার। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তিলক যখন মাঠ ছাড়েন তখন দলের প্রয়োজন ৭ বলে ২৪ রান। তিলকের এমন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। ব্যাটিং ছন্দে না থাকায় তিনি নিজে থেকেই মাঠ ছেড়ে চলে যান বলেই মনে করছেন অনেকে। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, "এটা স্পষ্ট ছিল, আমাদের কয়েকটা বড় শটের দরকার ছিল। এমন দিন আসে, যখন আপনি চেষ্টাও করেন, কিন্তু রান আসে না।"

এই ম্যাচে মুম্বাইয়ের পরাজয়ের পেছনে বড় ভূমিকা ছিল লখনউয়ের লেগ-স্পিনার দিগ্বেশ রাঠির। তিনি চার ওভারে মাত্র ২১ রান দিয়ে নমন ধীরের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। যিনি ২৪ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ম্যাচের সেরাও হন দিগ্বেশ।

হার্দিক বলেন, "ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পিছিয়ে পড়েছি। কাউকে দোষারোপ করতে চাই না। আমরা একটি দল হিসেবে হেরেছি। পুরো ব্যাটিং ইউনিটকেই দায় নিতে হবে। আমি নিজের দায়িত্ব নিচ্ছি।"

ম্যাচে নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব প্রসঙ্গে হার্দিক বলেন, "আমি সবসময় বোলিং উপভোগ করি। আমি উইকেটের জন্য বল করি না, বরং ডট বল করে ব্যাটারদের ভুল করতে বাধ্য করি।"

শেষে তিনি বলেন, "এই টুর্নামেন্ট দীর্ঘ। আমরা কয়েকটি ভালো সিদ্ধান্ত নিয়ে ছন্দে ফিরতে পারি। স্মার্ট বোলিং, ভালো ব্যাটিং এবং সহজ কিন্তু আক্রমণাত্মক ক্রিকেটই আমাদের এগিয়ে নিয়ে যাবে।"

তিলক বর্মা
IPL 2025: এই জয়টাই ধরে রাখতে চাই - দলকে জিতিয়ে আর কী বললেন রাহানে, ভেঙ্কটেশ?
তিলক বর্মা
ISL 2024-25: জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, পুলিশের ভূমিকায় প্রশ্ন দেবাশিসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in