IPL 2025: এই জয়টাই ধরে রাখতে চাই - দলকে জিতিয়ে আর কী বললেন রাহানে, ভেঙ্কটেশ?

People's Reporter: বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আজিঙ্কা রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-য়ের ব্যাটে ভর করে ২০০ রান তোলে কেকেআর।
সানরাইজার্সকে পরাজিত করলো কলকাতা
সানরাইজার্সকে পরাজিত করলো কলকাতাছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ভরাডুবির পরে অসাধারণ কামব্যাক করল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেনে খাতায় কলমে এবারের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে জয়ে ফিরলো কেকেআর।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আজিঙ্কা রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-য়ের ব্যাটে ভর করে ২০০ রান তোলে কেকেআর। বিশাল রানের সামনে ১৬.৪ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

এই জয়ে পাঁচ নম্বরে উঠে এল কলকাতা। জয়ের পরে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, 'ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বড় রানে জয় খুব দরকার ছিল। আমরাও প্রথমে বল করতেই চেয়েছিলাম। শুরুতেই দুই উইকেট হারানোর পর একটু ধীরে চলো নীতি নিয়েছিলাম। ১১-১২ ওভারের পর হাতে উইকেট রাখাই লক্ষ্য ছিল। লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় রান করার ক্ষমতা আছে। আমরা ভুল থেকে শিখেছি।'

তিনি আরও বলেন, 'রিঙ্কু এবং ভেঙ্কটেশ ব্যাট করার সময় ৩০ বলে ৫০-৬০ রান তোলা টার্গেট ছিল। আমরা ১৫ ওভার পর্যন্ত ধরে খেলতে চেয়েছিলাম। তারপর শেষ পাঁচ ওভারে মারার স্ট্র্যাটেজি ছিল। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৭০-১৮০ রান যথেষ্ট। কিন্তু রিঙ্কু-ভেঙ্কটেশের পার্টনারশিপে আমরা কিছু বাড়তি রান করেছি।'

এদিকে ২৩.৭৫ কোটিতে দলে আসা ভেঙ্কটেশ আইয়ার একপ্রকার স্পিন পিচে রান করে সমালোচকদের জবাব দিলেন। তিনি জানান, 'ভালো লাগছে। পিচ ভালো ছিল। গোটা মরসুমে এই পিচই চাই। আর এই জয় ধরে রাখতে চাই। আমার প্রত্যাশার চাপ ছিল না। তবে একটা চাপ তো ছিলই।'

সানরাইজার্সকে পরাজিত করলো কলকাতা
ISL 2024-25: জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, পুলিশের ভূমিকায় প্রশ্ন দেবাশিসের
সানরাইজার্সকে পরাজিত করলো কলকাতা
Copa Del Rey: কোপা দেল রে-র ফাইনালে বার্সা, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in