

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ভরাডুবির পরে অসাধারণ কামব্যাক করল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেনে খাতায় কলমে এবারের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে জয়ে ফিরলো কেকেআর।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আজিঙ্কা রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-য়ের ব্যাটে ভর করে ২০০ রান তোলে কেকেআর। বিশাল রানের সামনে ১৬.৪ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
এই জয়ে পাঁচ নম্বরে উঠে এল কলকাতা। জয়ের পরে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, 'ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বড় রানে জয় খুব দরকার ছিল। আমরাও প্রথমে বল করতেই চেয়েছিলাম। শুরুতেই দুই উইকেট হারানোর পর একটু ধীরে চলো নীতি নিয়েছিলাম। ১১-১২ ওভারের পর হাতে উইকেট রাখাই লক্ষ্য ছিল। লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় রান করার ক্ষমতা আছে। আমরা ভুল থেকে শিখেছি।'
তিনি আরও বলেন, 'রিঙ্কু এবং ভেঙ্কটেশ ব্যাট করার সময় ৩০ বলে ৫০-৬০ রান তোলা টার্গেট ছিল। আমরা ১৫ ওভার পর্যন্ত ধরে খেলতে চেয়েছিলাম। তারপর শেষ পাঁচ ওভারে মারার স্ট্র্যাটেজি ছিল। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৭০-১৮০ রান যথেষ্ট। কিন্তু রিঙ্কু-ভেঙ্কটেশের পার্টনারশিপে আমরা কিছু বাড়তি রান করেছি।'
এদিকে ২৩.৭৫ কোটিতে দলে আসা ভেঙ্কটেশ আইয়ার একপ্রকার স্পিন পিচে রান করে সমালোচকদের জবাব দিলেন। তিনি জানান, 'ভালো লাগছে। পিচ ভালো ছিল। গোটা মরসুমে এই পিচই চাই। আর এই জয় ধরে রাখতে চাই। আমার প্রত্যাশার চাপ ছিল না। তবে একটা চাপ তো ছিলই।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন