
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুর এফসির কাছে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারতে হলো মোহনবাগানকে। পাশাপাশি আক্রান্ত হলেন বাগান সমর্থকরা। পুলিশের লাঠিচার্জের ফলে রক্তাক্ত হয়েছেন সমর্থকরা বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের তরফ থেকে।
মোহনবাগান সমর্থকদের অভিযোগ, জামশেদপুর স্টেডিয়ামে তাঁদের উপর হামলা চালানো হয়েছে। ম্যাচের প্রথম গোল অর্থাৎ ২১ মিনিটে জামশেদপুরের প্রথম গোলের পরেই ঝামেলা শুরু হয়। মোহনবাগান সমতা ফেরায় ৩৭ মিনিটে। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।
মোহনবাগানের গোলের পর সেলিব্রেশনের সময় গুরুতর ভাবে আহন হন এক সমর্থক বলে জানা গেছে। পুলিশের লাঠির আঘাতে তাঁর মাথা ফাটে বলে অভিযোগ। আপাতত তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে।
একটি ভিডিওতে দেখা যায় একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং তাঁর গায়ে মোহনবাগানের জার্সি রয়েছে। তাঁকে বারবার বলতে শোনা যাচ্ছে, ‘পুলিশ মেরেছে।’ (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।) ম্যাচের শেষে আক্রান্ত মোহনবাগান সমর্থকদের সঙ্গে দেখা করেন বাগান সচিব দেবাশিস দত্ত।
তিনি বলেন, 'ভবিষ্যতে আমরা আর জামশেদপুরে খেলতে আসবো কিনা ভাবতে হবে। আর আমরা জানি পুলিশ কোনদিন লাঠিচার্জ হাঁটুর উপরে করতে পারে না। মাথাতে তো নয়ই। এদিন পুলিশ সেই কাজটাই করেছে। জামশেদপুর সমর্থকদের আচরণের কথা ছেড়ে দিলাম। পুলিশ কীভাবে এমন আচরণ করলো? এই জিনিস কি যুবভারতীতে খেলা হলে হয়? আমরা ঘটনার নিন্দা করছি। উপযুক্ত ব্যবস্থা নেবো। চিঠি দেব এফএসডিএলকে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন