
অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে-র ফাইনালে উঠলো বার্সেলোনা। আগামী ২৬ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সা।
রিয়াল সোসিয়াদাদকে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে পরাজিত করে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। বুধবার মধ্যরাতে কোপা দেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। প্রথম লেগে ৪-৪ ব্যবধানে শেষ হয়েছিল ম্যাচটি। ফলে ফাইনালে ওঠার জন্য দুই দলই মরিয়া ছিল ম্যাচটি জিততে।
গতকাল প্রথম থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল বার্সাকে। বিপক্ষের বক্সের মধ্যে বার বার বল নিয়ে হানা দিচ্ছিলেন ইয়ামালরা। ম্যাচের ২৭ মিনিটেই গোল করে বার্সাকে লিড দেন ফেরান টোরেস। সেটাই অবশ্য ম্যাচের প্রথম এবং শেষ গোল।
দ্বিতীয়ার্ধেও একাধিক চেষ্টা করে গোল দিতে ব্যর্থ হন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলাররা। গোটা ম্যাচজুড়েই দাপট বজায় রাখে বার্সা।
উল্লেখ্য, কোপা দেল রে-র সবথেকে সফল ক্লাব হচ্ছে বার্সেলোনা। মোট ৪২ বার ফাইনালে উঠেছে তারা। যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৩১ বার। রানার্স হয়েছে ১১ বার। অ্যাটলেটিকো বিলবাও ৪০ বারের মধ্যে ২৪ বার জয়ী এবং ১৬ বার পরাজিত হয়েছে। রিয়াল মাদ্রিদ ৪০ বারের মধ্যে ২০ বার চ্যাম্পিয়ন এবং ২০ বার রানার্স হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন