Erling Haaland: বিরাট ধাক্কা ম্যান সিটির! চোটের কারণে এফএ কাপ সেমিতে অনিশ্চিত হালান্ড

People's Reporter: গত রবিবার এফএ কাপ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে গোড়ালিতে চোট পান হালান্ড। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। সোমবার মেডিক্যাল পরীক্ষা হয় তারকা স্ট্রাইকারের।
চোটের কবলে আর্লিং হালান্ড
চোটের কবলে আর্লিং হালান্ডছবি - ম্যানচেস্টার সিটির ফেসবুক পেজ
Published on

বিরাট ধাক্কা ম্যানচেস্টার সিটির। চোটের কারণে এফএ কাপ সেমিতে অনিশ্চিত হালান্ড। গোড়ালিতে চোটের কারণে ছিটকে গেছেন তিনি। যদিও দলের অন্য সদস্যদের নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কোচ পেপ গার্দিওলা।

গত রবিবার এফএ কাপ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে গোড়ালিতে চোট পান হালান্ড। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। সোমবার মেডিক্যাল পরীক্ষা হয় তারকা স্ট্রাইকারের। চিকিৎসরা জানিয়েছেন ৫-৭ সপ্তাহ সময় লাগবে হালান্ডের সুস্থ হতে।

ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন যে তারকা স্ট্রাইকার এরলিং হালান্ডকে গোড়ালির ইনজুরির কারণে "পাঁচ, ছয় বা সাত সপ্তাহ" মাঠের বাইরে থাকতে হবে। যদি ৫ সপ্তাহ-র মধ্যে হালান্ড সুস্থ হয়ে ওঠেন তাহলে এফএ কাপ সেমিতে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি।

গার্দিওলা বলেন, "আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা করছি। তবে, আমরা তাঁকে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় দেব, যাতে সে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারে।" হালান্ড নিজের ইনজুরি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জানান, "এটা হতাশাজনক, তবে আমি কঠোর পরিশ্রম করে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করব।"

ম্যানচেস্টার সিটি হালান্ডের বিকল্প খুঁজতে পারে, যাতে দলের আক্রমণ বিভাগ শক্তিশালী থাকে। কেভিন ডি ব্রুইনার উপর দায়িত্ব বাড়লো। হালান্ডের এই অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে গার্দিওলা আশাবাদী যে দল হালান্ডের অভাব পূরণ করতে পারবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের জন্য প্রথম চারে থাকতেই হবে ক্লাবগুলিকে। পঞ্চম স্থানে থাকা ক্লাব যোগ্যতা অর্জন করবে ইউরোপা লিগ গ্রুপ স্টেজের।

চোটের কবলে আর্লিং হালান্ড
IPL 2025: 'রোহিত শর্মা বলেই এখনও দলে রয়েছেন' - টানা ৩ ম্যাচে ব্যর্থতার পরই কটাক্ষ প্রাক্তন তারকার
চোটের কবলে আর্লিং হালান্ড
IPL 2025: রাম নবমীর জন্য দিন বদলালেও কলকাতা-লখনউ ম্যাচ হবে ইডেনেই!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in