

ইডেন থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস দলের ম্যাচ সরছে না। শুধু তারিখ বদলে যাচ্ছে। ৬ এপ্রিলের পরিবর্তে ম্যাচটি হবে ৮ এপ্রিল।
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি ৬ এপ্রিল বিকেল ৩.৩০ টের সময় হওয়ার কথা ছিল। কিন্তু রাম নবমীর কারণে পুলিশি নিরাপত্তার অভাবে ম্যাচটির দিন পরিবর্তন হয়েছে। ম্যাচের সময় অপরিবর্তিত থাকলেও দিন পরিবর্তন হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত, জানিয়েছে বিসিসিআই।
কেকেআর-লখনউ ম্যাচের দিন বদলালেও এর জন্য আইপিএলের বাকি সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না, জানিয়ে দিয়েছে বোর্ড।
আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হবে। সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবি দেখা গিয়েছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে সিএবি-কে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি জানিয়েছিল কলকাতা পুলিশ। ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সমর্থকদের কথা ভেবে ম্যাচ ইডেনেই করা হচ্ছে, তবে দিন পরিবর্তন করা হয়েছে।
গতবারও রামনবমীর কারণে কলকাতার ম্যাচ পরিবর্তন হয়েছিল। গত আইপিএল-এ ১৭ এপ্রিল রামনবমীর দিনে ছিল কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার অভাবে ১৬ এপ্রিল তা অনুষ্ঠিত হয়েছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন