Brazil: আর্জেন্টিনার কাছে হারতেই ছাঁটাই ব্রাজিলের কোচ! নতুন দায়িত্ব নেওয়ার তালিকায় কারা?

People's Reporter: একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এবং আল-হিলালের কোচ জর্জ জেসুসকে সম্ভাব্য নতুন কোচ হিসেবে তালিকায় রেখেছে।
ডোরিভাল জুনিয়র
ডোরিভাল জুনিয়রছবি - সংগৃহীত
Published on

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে লজ্জার হারের পরই ছাঁটাই করা হল ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ ডোরিভাল জুনিয়রকে। এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। টানা ১৪ মাস ধরে খারাপ ফলাফল এবং জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে শুক্রবার তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আর্জেন্টিনার কাছে পরাজয়ের ৩ দিন পরই সিবিএফের সভাপতি এডনালদো রদ্রিগেজ এই সিদ্ধান্ত নেন। বিশ্বকাপ বাছাইপর্বে এটি ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। রদ্রিগেজ রিও ডি জেনেইরোতে এক সংবাদিক সম্মেলনে বলেন, "কনফেডারেশন ঘোষণা করেছে যে ডোরিভাল জুনিয়রের সময় শেষ। এখন থেকে, আমরা নতুন কোচের সন্ধান শুরু করব।"

বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। এই টেবিলের প্রথম ৬টি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।

ডোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ১৬টি ম্যাচ খেলে ৭টি জয়, ৭টি ড্র এবং ২টি হেরেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আর্জেন্টিনার কাছে পরাজয়ের কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এবং আল-হিলালের কোচ জর্জ জেসুসকে সম্ভাব্য নতুন কোচ হিসেবে তালিকায় রেখেছে।

ব্রাজিলের পরবর্তী দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে জুন মাসে, যেখানে তারা ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে লড়বে। যদি আনচেলত্তি বা জেসুস দায়িত্ব গ্রহণ করেন, তাহলে তাঁরা হবেন ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ।

ডোরিভাল জুনিয়র
IPL 2025: ১৭ বছর পর চেন্নাইয়ের ঘরের মাঠে ঐতিহাসিক জয় বেঙ্গালুরুর! পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি
ডোরিভাল জুনিয়র
IND vs ENG: আইপিএল-র পরই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের! অধিনায়ক থাকবেন রোহিত?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in