
সম্প্রতি খুব একটা ছন্দে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সমালোচকদের জবাব দিয়েছেন ঠিকই। কিন্তু তাঁর ছন্দ নিয়ে প্রশ্ন উঠছেই। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে তাঁর থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে তাঁকে অধিনায়ক রেখেই দল নির্বাচন করা হচ্ছে।
রোহিতের উপরই ভরসা রাখছে বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন 'হিটম্যানই'। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজ হারের পর রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও বিসিসিআই নির্বাচকরা তাঁকে সরাতে রাজি নন।
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিশেষ করে রোহিত শর্মার ব্যক্তিগত পারফরম্যান্স। তিনি তিন ম্যাচে মাত্র ৩০ রান করেন এবং সিডনিতে শেষ টেস্ট ম্যাচে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্ভবত আইপিএল-র শেষেই ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক বলেন, "স্কোয়াড ঘোষণার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। সম্ভবত আইপিএলের নকআউট পর্বের আগে বা পরেই আমরা একটি স্পষ্ট চিত্র পাব যে কোন খেলোয়াড়রা ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হবেন।"
উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ভারতীয় দল ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে ৪৫ দিনের ইংল্যান্ড সফর শুরু করবে। ২ জুলাই থেকে এজবাস্টনের শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। এই ম্যাচটি হবে লর্ডসে। ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। ৩১ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন