AFC Women’s Asian Cup Qualifiers 26: মহিলাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের গ্রুপ বি-তে ভারত! আর কারা?

People's Reporter: বৃহস্পতিবার অর্থাৎ আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসেই ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারত রয়েছে গ্রুপ বি-তে।
AFC Women’s Asian Cup Qualifiers 26: মহিলাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের গ্রুপ বি-তে ভারত! আর কারা?
ছবি - এএফসি এশিয়ান কাপের ফেসবুক পেজ
Published on

এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬-র ড্র অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। যেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারত। এই গ্রুপের আয়োজক দেশ হল থাইল্যান্ড।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসেই ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারত রয়েছে গ্রুপ বি-তে। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, ইস্ট তিমোর, ইরাক এবং থাইল্যান্ড (গ্রুপ বি-এর আয়োজক)। ৬ মার্চ, ২০২৫-র প্রকাশিত ফিফা মহিলা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলিকে পাঁচটি প্লটে ভাগ করা হয়েছে।

২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রাউন্ড-রবিন ফর্ম্যাটে গ্রুপ বি বাছাইপর্বের খেলা হবে। গ্রুপ বিজয়ীরা মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। যা আগামী বছর ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়াতে আয়োজিত হবে। ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপ (অস্ট্রেলিয়া)-এ শীর্ষ ৬টি দল ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপ (ব্রাজিল)-র জন্য যোগ্যতা অর্জন করবে।

মোট ৮টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ ও বি-তে ৫টি করে দেশ রয়েছে। এছাড়া বাকি ৬টি গ্রুপে ৪টি করে দেশ আছে। মোট ৩৪টি দেশ যোগ্যতা অর্জনের জন্য লড়বে।

আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। এছাড়া এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২২ (ভারত) চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানাধিকারী জাপান মূল পর্বে উঠেছে। যোগ্যতা অর্জন পর্বের ৮টি দল মূলপর্বে যাবে। অর্থাৎ মোট ১২টি দল ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপ খেলবে।

AFC Women’s Asian Cup Qualifiers 26: মহিলাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের গ্রুপ বি-তে ভারত! আর কারা?
IND vs BAN: বাংলাদেশ ম্যাচ ড্র করায় সমালোচনার ঝড়! দলের উপর ক্ষুব্ধ ভারতীয় কোচ
AFC Women’s Asian Cup Qualifiers 26: মহিলাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের গ্রুপ বি-তে ভারত! আর কারা?
FIFA World Cup 2026 Qualifiers: নাস্তানাবুদ ব্রাজিল, ২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল আর্জেন্টিনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in