* ২০২৬ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৪-১ গোলে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা।
* পৌঁছে গেল আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
* এখনও পর্যন্ত আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে জাপান, নিউজিল্যান্ড, ইরান এবং আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে হুঙ্কার ছিল দুই পক্ষেরই। যদিও ম্যাচের ফলাফল বলে দিচ্ছে এই ম্যাচে ব্রাজিলকে দাঁড়াতে দেয়নি আর্জেন্টিনা। সম্মানের লড়াইতে ব্রাজিলকে ৪-১ গোলে পর্যুদস্ত করে আগামী বিশ্বকাপের ছাড়পত্র আদায় করে নিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল দলের ছাড়পত্র এখনও আটকেই রইলো।
বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটার খেলার শুরুতেই চার মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের বারো মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। এরপর ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলের ম্যাথিউজ কুনহা গোল করে ব্যবধান কমান। যদিও ৩৭ মিনিটের মাথায় ম্যাক আলিস্টার আবারও গোল করে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান বাড়ান। ম্যাচের ৭১ মিনিটে আরও এক গোল করে ব্যবধান ৪-১ করেন সিমিয়োনে।
এখনও পর্যন্ত যোগ্যতা নির্ণায়ক পর্বে ১৪টি ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ২১। ১৪টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৬টিতে, ড্র ৩ ম্যাচে এবং পরাজিত হয়েছে ৫ ম্যাচে। অন্যদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে এযাবৎ অনুষ্ঠিত ১১৫টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৪৬ ম্যাচে এবং আর্জেন্টিনা জয় পেয়েছে ৪৩ ম্যাচে।
২০২৬ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে এই গ্রুপে ১৪ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা (১০ জয়, ১ ড্র, ৩ হার)।
সমসংখ্যক ম্যাচ খেলে ২৩ ও ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইকুয়েডর (৭ জয়, ৫ ড্র, ২ হার) ও উরুগুয়ে (৫ জয়, ৬ ড্র, ৩ হার)।
১৪ ম্যাচ খেলে ৬ এবং ৫টি জয় নিয়ে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে ব্রাজিল (৬ জয়, ৩ ড্র, ৫ হার) এবং প্যারাগুয়ে (৫ জয়, ৬ ড্র, ৩ হার)।
এরপরের পাঁচটি স্থানে আছে কলম্বিয়া (৫ জয়, ৫ ড্র, ৪ হার), ভেনেজুয়েলা (৩ জয়, ৬ড্র, ৫ হার), বলিভিয়া (৪ জয়, ২ ড্র, ৮ হার), পেরু (২ জয়, ৪ ড্র, ৮ হার) এবং চিলি (২ জয়, ৪ ড্র, ৮ হার)।
আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে এখনও পর্যন্ত চারটি দেশ যোগ্যতা অর্জন করেছে। যাদের মধ্যে আছে জাপান, নিউজিল্যান্ড, ইরান এবং আর্জেন্টিনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন