
আপাতত সুস্থ আছেন তামিম ইকবাল। তবে আগামী ২৪ ঘন্টা তাঁর শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন চিকিৎসক।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, সোমবার সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে যান তামিম। মহামেডান স্পোর্টং-র হয়ে খেলছেন তামিম। টসের পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে তীব্র ব্যথা অনুভব করেন এই তারকা ক্রিকেটার। নিজের গাড়িতে করেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান তামিম। কিন্তু সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তামিম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তামিমের দু'বার হার্ট-অ্যাটাক হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, তামিমের অ্যানজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে। তামিমকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হতে পারে ভেবে স্থানান্তর করা হয়নি। হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়।
বর্তমানে তামিম সিসিইউতে রয়েছেন। পরিবারের সদস্যরাও রয়েছেন। জ্ঞান ফিরেছে তারকা ক্রিকেটারের। তবে ৪৮ ঘন্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন তিনি। যার মধ্যে প্রথম ২৪ ঘন্টা বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০০৭-২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলেছেন তামিম। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওডিআই এবং ৭৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে টেস্টে ৫,১৩৪, ওডিআইতে ৮,৩৫৭ এবং টি-২০তে ১,৭৫৮ রান রয়েছে তাঁর দখলে। চলতি বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন তামিম। সম্প্রতি শেষ হওয়া ২০২৫ বিপিএল-ও চ্যাম্পিয়ন হয় তামিমের ফরচুন বরিশাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন