
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয় রাতের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। রোনাল্ডোর পেনাল্টি মিস থেকে দলের হয়ে ফের গোল করা, স্পেন বনাম নেদারল্যান্ডসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছুই বাদ যায়নি গত রাতে।
উয়েফা নেশন লিগের সেমিফাইনালে উঠলো জার্মানি, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্স। আগামী ৫ এবং ৬ জুন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি এবং পর্তুগাল। দ্বিতীয় সেমিফাইনালে স্পেন এবং ফ্রান্স খেলবে। ৮ জুন হবে তৃতীয় স্থানের লড়াই এবং ৯ জুন নেশন লিগের ফাইনাল।
রবিবার মধ্যরাতে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ছিল। প্রথম লেগের ফলাফল অনুযায়ী, ক্রোয়েশিয়া ২-০, জার্মানি ২-১ এবং ডেনমার্ক ১-০ গোলে এগিয়ে ছিল। স্পেন এবং নেদারল্যান্ডসের ম্যাচ ২-২ গোলে ড্র ছিল।
দ্বিতীয় লেগে সব দলগুলিই ম্যাচ জেতার জন্য ঝাঁপিয়ে পড়ে। জার্মানি বনাম ইতালি ম্যাচে প্রথম ২৯ মিনিট কোনও গোলই হয়নি। কিন্তু ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট - এই ১৫ মিনিটে ৩-০ গোলের লিড নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে ইতালি ৩ গোল করলেও অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে যায় জার্মানি।
অন্যদিকে, পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও গতকাল সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ডেনমার্ক। রোনাল্ডো প্রথমে পেনাল্টি মিস করেছিলেন। কিন্তু পরে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। ম্যাচ শেষে ৫-২ (৫-৩) ব্যবধানে জিতে যায় পর্তুগাল।
টানটান উত্তেজনা ছিল নেদারল্যান্ডস এবং স্পেনের ম্যাচে। ২-২ ব্যবধানে ড্র থেকেই ম্যাচ শুরু হয়। কিন্তু গতকাল ম্যাচ শেষ হয় ৩-৩ ব্যবধানে। পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ব্যবধানে জেতে স্পেন।
ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে ২-০ গোলে জেতে ফ্রান্স। কিন্তু প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া ২-০ গোলে জেতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও সমাধান হয়নি। টাইব্রেকারে ফ্রান্সের কাছে ৫-৪ গোলে হারতে হয় ক্রোয়েশিয়াকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন