
আগামী ৬ এপ্রিল রামনবমীর কারণে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচ সরতে চলেছে গুয়াহাটিতে। তবে এই ম্যাচ ইডেনে করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
রামনবমীর দিন ইডেনে কলকাতার ম্যাচ সরানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এরই মধ্যে জানা যাচ্ছে সামান্য পুলিশের সঙ্গে প্রাইভেট সিকউরিটি দিয়ে ম্যাচ আয়োজন করার কথা ভাবছে সিএবি। শুক্রবার ম্যাচ নিয়ে পুলিশ কমিশনার মনোজ ভর্মার সঙ্গে ফের একবার বৈঠক করেন স্নেহাশিস।
বৈঠকের পর সিএবি সভাপতি বলেন, আমিও শুনছি ম্যাচ নাকি গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে এখনও বিসিসিআইয়ের কাছ থেকে অফিসিয়ালি কোন ইমেল আসেনি ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে। যতক্ষণ না বিসিসিআই সরকারি ভাবে জানাচ্ছে ততক্ষণ এটাকে জল্পনা হিসেবে ধরে নিতে হবে। এই ধরনের গুজব না ছড়ানোই ভালো। মনে রাখবেন গতবার যে ম্যাচের দিন রামনবমীর জন্য পেছয় তখন অর্ধেক টুর্নামেন্ট হয়ে গেছে। আর এবারে শুরুতেই রামনবমী। তাই এবারে একটু অসুবিধা। চেষ্টা চলছে ম্যাচটা ইডেনে করার।'
সূত্রের খবর স্নেহাশিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে কিছু পুলিশ চেয়েছেন, সাথে প্রাইভেট সিকউরিটি দিয়েও ম্যাচ করানোর কথা ভাবছেন। ৬ এপ্রিল কলকাতা বনাম লখনউ ম্যাচ শুরু দুপুর ৩. ৩০ মিনিটে।
গতবারেও রামনবমীর কারণে কলকাতার ম্যাচ পরিবর্তন হয়েছিল। গত আইপিএল-এ ১৭ এপ্রিল রামনবমীর দিনে ছিল কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার অভাবে ১৬ এপ্রিল তা অনুষ্ঠিত হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন