BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উপহার, ভারতীয় দলকে ৫৮ কোটি টাকার নগদ পুরস্কার BCCI-র

People's Reporter: বিসিসিআই সভাপতি রজার বিন্নি বলেন, পরপর দুটি আইসিসি ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতীক। এই পুরস্কার খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং দলের সাফল্যের স্বীকৃতি।
ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ঐতিহাসিক জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের জন্য ৫৮ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে। এই আর্থিক পুরস্কারটি খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হচ্ছে।

বিসিসিআই সভাপতি রজার বিন্নি বলেন, "পরপর দুটি আইসিসি ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতীক। এই পুরস্কার খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং দলের সাফল্যের স্বীকৃতি। এই জয় ভারতের শক্তিশালী ক্রিকেট পরিকাঠামোর প্রতিফলন।”

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত। বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য বছরের পর বছর কঠোর পরিশ্রম ও কৌশলগত পরিকল্পনার ফল। এই জয় ভারতের সাদা বলের ক্রিকেটে শীর্ষস্থান নিশ্চিত করেছে।”

বিসিসিআই-এর কোষাধ্যক্ষ প্রভাতেজ ভাটিয়া বলেন, “বিসিসিআই খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের স্বীকৃতিতে এই নগদ পুরস্কার ঘোষণা করছে। ভারতীয় ক্রিকেটের আধিপত্য বজায় রাখতে আমরা ভবিষ্যতেও সর্বোত্তম সম্পদ ও পরিকাঠামো প্রদান অব্যাহত রাখব।”

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রান করে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ম্যাচের সেরা হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০২ সাল, ২০১৩ সালের পর ২০২৫ সালে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

ভারতীয় ক্রিকেট দল
IPL 2025: কেকেআরের বিরুদ্ধে খেলতে কলকাতায় আরসিবি, বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গে
ভারতীয় ক্রিকেট দল
Sunil Chhetri: অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই সুনীলের গোল, মালদ্বীপকে ৩-০ গোলে হারালো মানালোর ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in