Sunil Chhetri: অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই সুনীলের গোল, মালদ্বীপকে ৩-০ গোলে হারালো মানালোর ভারত

People's Reporter: আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের কোয়ালিফিকেশন ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবার আগে এই জয় ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে।
মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে সুনীল ছেত্রী
মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে সুনীল ছেত্রীছবি ইন্ডিয়ান ফুটবল টিম এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

* দীর্ঘ ৯ মাস পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন সুনীল ছেত্রী।

* দীর্ঘ ৪৮৯ দিন পর জয় পেল ভারতীয় পুরুষ ফুটবল দল।

* মালদ্বীপের বিরুদ্ধে নিজের নবম গোল করলেন সুনীল ছেত্রী।

মাঝখানে অপেক্ষা ৪৮৯ দিনের। অবশেষে প্রত্যাশিত জয় এল ভারতীয় পুরুষ ফুটবল দলের। বুধবার আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করল ভারত। ঘটনাচক্রে এদিনই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটলো সুনীল ছেত্রীর। পাশাপাশি জাতীয় দলের কোচ হিসেবে এদিনই প্রথম জয়ের মুখ দেখলেন মানেলো মার্কেজ। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবার আগে এই জয় ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে।

বুধবার মেঘালয়ের শিলং-এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীর ভারতীয় দল। এদিন দলের জয়ের পাশাপাশি নিজে গোল করে আরও একবার তাঁর দক্ষতার প্রমাণ রাখলেন অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের পাশাপাশি এদিন ভারতীয় দলের হয়ে গোল করেন রাহুল বেকে ও লিস্টন কোলাসো।

খেলার ৩৫ মিনিটে ব্রেন্ডনের কর্নার থেকে হেডে গোল করে ফিফা ক্রমতালিকায় ১২৬ নম্বরে থাকা ভারতকে ১৬২ নম্বরে থাকা মালদ্বীপের ইরুদ্ধে এগিয়ে দেন রাহুল। এরপর খেলার ৬৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লিস্টন। খেলার ৭৬ মিনিটে লিস্টনের ক্রসে মাথা ছুইয়ে ভারতের পক্ষে তৃতীয় ও শেষ গোল করেন সুনীল ছেত্রী।

এদিন আরও বেশি গোলে জেতার সম্ভাবনা থাকলেও একাধিক সুযোগ নষ্টের জন্য ব্যবধান বাড়াতে পারেনি ভারতীয় দল। ফারুখ চৌধুরী, লিস্টনরা সহজ সুযোগ না হারালে এই ব্যবধান আরও বাড়তে পারতো।

এই নিয়ে মোট সাত বার মালদ্বীপের মুখোমুখি হয়ে ৯টি গোল করেছেন সুনীল ছেত্রী। ২০১১-র ১০ জুলাই প্রথমবার মালদ্বীপের বিরুদ্ধে গোল করেন সুনীল। এরপর ২০১১-র ৯ ডিসেম্বর মালদ্বীপের বিরুদ্ধে ২টি গোল করেন সুনীল ছেত্রী। ২০১২-র ২৫ আগস্ট তৃতীয়বার মালদ্বীপের মুখোমুখি হয়ে ২টি গোল করেন সুনীল। ২০১৫-র ৩১ ডিসেম্বর মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে ১টি গোল করেন সুনীল ছেত্রী। ২০২১-এর ১৩ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে ২টি গোল করেন তিনি এবং আজকের ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে তিনি আরও একটি গোল করেন।  

এখনও পর্যন্ত ২১ বার মালদ্বীপের মুখোমুখি হয়েছে ভারত। যার মধ্যে ১৫ বার জয়ী হয়েছে ভারত এবং ৪ বার জয়ী হয়েছে মালদ্বীপ। ২ বার ম্যাচ ড্র হয়েছে।   

মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে সুনীল ছেত্রী
AFC Asian Cup 2027: এশিয়ান কাপের বাছাই পর্বে সহজ গ্রুপে ভারত! এই গ্রুপে আর কারা আছে দেখুন
মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে সুনীল ছেত্রী
AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in