AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ

People's Reporter: সূত্রের খবর, বিমান সংস্থাগুলির গাফিলতির জন্য সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে। ওই বিমানে সমস্ত ফুটবলারের জন্য জিপিএস ভেস্ট ছিল।
AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ
ছবি - প্রতীকী

এশিয়ান কাপে প্রযুক্তি ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ফুটবল টিম ম্যানেজমেন্ট। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সুনীলরা নাকি জিপিএস ভেস্ট ব্যবহারই করতে পারেননি।

এএফসি এশিয়ান কাপে একমাত্র দল হিসেবে জিপিএস ভেস্ট ব্যবহার থেকে বঞ্চিত হয়েছে ভারতীয় ফুটবল দল। সেই ভেস্ট ছাড়াই গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলেছেন সন্দেশ ঝিঙ্গনরা। এই ভেস্ট কিছুটা হলেও খেলায় প্রভাব ফেলে বলেই জানান ফুটবল প্লেয়াররা।

সূত্রের খবর, বিমান সংস্থাগুলির গাফিলতির জন্য সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে। ওই বিমানে সমস্ত ফুটবলারের জন্য জিপিএস ভেস্ট ছিল। কিন্তু সমস্ত জিনিস হারিয়ে ফেলে বিমান কর্তৃপক্ষ। প্রায় ৪৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া যায়। বিমান সংস্থাগুলিকে বহু চিঠি লিখেও কোনো সুরাহা করা যায়নি। বাধ্য হয়ে নতুন জিপিএস ভেস্ট কিনতে হয়েছে ভারতীয় দলকে।

ইগর স্টিমাচ বলেন, ভারত একমাত্র দল যার ফুটবলারদের কাছে জিপিএস ভেস্ট ছিল না। এই ভেস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে খেলায়। অনুশীলনেও সাহায্য করে কিন্তু কোনো সুবিধা মেলেনি ভারতীয় ফুটবলারদের। চারটি বিমান সংস্থার জন্য এই ঘটনা ঘটে।

তবে গোটা ঘটনায় ভারতীয় ফুটবল ফেডারেশনের দিকেও আঙুল তুলছেন অনেকে। কারণ বেশিরভাগেরই দাবি, ফেডারেশনের উচিত ভারতীয় ফুটবলাররা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা নিশ্চিত করা। কিন্তু ফেডারেশনের যতটা তৎপর হওয়া দরকার ছিল তা হয়নি।

২০২৪ এশিয়ান কাপ ভালো কাটেনি ভারতীয় ফুটবল দলের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারতে হয় সুনীলদের। পরের ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ এবং শেষ ম্যাচে সিরিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ হয় সুনীলদের।

AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ
East Bengal: ডার্বির আগেই সুখবর, চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসির প্রাক্তন সতীর্থকে নিল ইস্টবেঙ্গল
AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ
Mayank Agarwal: আপাতত স্থিতিশীল মায়াঙ্ক আগারওয়াল, তবে কথা বলতে পারবেন না ৪৮ ঘন্টা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in