

আপাতত সুস্থ আছেন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। তবে হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টা কথা বলতে পারবেন না তিনি।
কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে, 'মায়াঙ্ক এখন বিপদমুক্ত। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানেই আছেন। আমরা তাঁকে বেঙ্গালুরু ফিরিয়ে আনবো। সময় মতো মায়াঙ্কের শারীরিক অবস্থার আপডেট দিতে থাকবো'।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার বলেন, "মায়াঙ্ক আগারওয়াল হলেন একজন আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি এখন স্থিতিশীল আছেন। কিন্তু তাঁর ম্যানেজার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন"।
তিনি আরও বলেন, "ক্রিকেটারের ম্যানেজারের কাছ থেকেই পুরো বিষয়টা জানতে পারি। তিনি বলেছেন মায়াঙ্ক আগারওয়াল বিমানের মধ্যে বসেছিলেন। তাঁর সিটের সামনেই তরল জাতীয় একটি প্যাকেট ছিল। জল ভেবে পান করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন ওই ক্রিকেটার। তাঁর মুখে জ্বালা জ্বালা করতে থাকে এবং কথাও বলতে পারছিলেন না। দ্রুত হাসপাতালে ভর্তি করা তাঁকে"।
প্রসঙ্গত, মঙ্গলবার আগরতলা থেকে দিল্লির বিমানে উঠেছিলেন মায়াঙ্ক। কিন্তু এইভাবে অসুস্থ হয়ে পড়বেন তা কেউই কল্পনা করতে পারেনি। অসুস্থতার কারণে রেলওয়েজের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না মায়াঙ্ক। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন